ফুরকান ভাটের হেলমেটে প্যালেস্টাইনের পতাকা। ছবি: এক্স।
জম্মু-কাশ্মীরের ব্যাটারের হেলমেটে প্যালেস্টাইনের পতাকা। নজরে পড়তেই সেই ক্রিকেটার এবং প্রতিযোগিতার আয়োজকদের তলব করল পুলিশ। অভিযুক্ত ক্রিকেটারের নাম ফুরকান ভাট। জম্মুতে আয়োজিত স্থানীয় একটি প্রতিযোগিতার এই ঘটনায় শুরু হয়েছে নতুন বিতর্ক।
ভারতীয় দলের ক্রিকেটারেরা তাঁদের হেলমেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) লোগোর উপর ভারতের জাতীয় পতাকার স্টিকার লাগিয়ে খেলেন। এই দৃশ্য নতুন কিছু নয়। ভারতীয় দলে এই সংস্কৃতি শুরু হয়েছিল সচিন তেন্ডুলকরের হাত ধরে। কিন্তু জম্মু-কাশ্মীরের এক ব্যাটার মাঠে নেমে পড়লেন হেলমেটে প্যালেস্টাইনের পতাকা লাগিয়ে। এই ঘটনা স্থানীয় প্রশাসনের নজর এড়ায়নি। পদক্ষেপ করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। সংশ্লিষ্ট ক্রিকেটার এবং প্রতিযোগিতার আয়োজকদের তলব করা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষে বলা হয়েছে, ‘‘এক জন ক্রিকেটার এবং আয়োজকদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। জম্মুর একটি ক্রিকেট প্রতিযোগিতায় ওই ক্রিকেটার প্যালেস্টাইনের পতাকা হেলমেটে লাগিয়ে খেলেছেন। আয়োজকদের নজর কী ভাবে এড়িয়ে গেল, তা-ও খতিয়ে দেখা হবে।’’
গত বুধবার জম্মু-কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে মুখোমুখি হয়েছিল জেকে ১১কিংস এবং জম্মু ট্রেইলব্লেজার। সেই ম্যাচেই হেলমেটে প্যালেস্টাইনের পতাকা লাগিয়ে ব্যাট করতে নামেন ফুরকান। তিনি আয়োজকদের অনুমতি নিয়ে হেলমেটে প্যালেস্টাইনের পতাকা ব্যবহার করেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখবে পুলিশ। তেমন হলে আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
পুলিশ জানিয়েছে, প্রতিযোগিতার আয়োজকেরা কোনও রাজ্য বা জাতীয় ক্রীড়াসংস্থার সঙ্গে যুক্ত নন। জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্তা বলেছেন, ‘‘এখনও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত শুরু হয়েছে। সবটা খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’’ ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক বা অন্য কোনও সংগঠন জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।