জেমাইমা রদ্রিগেজ়। — ফাইল চিত্র।
ভারত বিশ্বকাপ জেতার পর গোটা দেশের নজরে রয়েছেন তিনি। সেই জেমাইমা রদ্রিগেজ় অজানা একটি কাহিনির কথা প্রকাশ্যে আনলেন। জানালেন, ছোটবেলায় খেলতে গিয়ে দোতলা থেকে পড়ে গিয়েছিলেন। অল্পের জন্য বড় চোট থেকে রক্ষা পান। তবে তাঁর ভাইবোনেরা ভেবেছিল, জেমাইমা আর বেঁচে নেই!
সম্প্রতি ইউটিউবের অনুষ্ঠান ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’-এ এসেছিলেন জেমাইমা। সেখানে তিনি জানান, মাত্র আট বছর বয়সে এই ঘটনাটি ঘটে। ভাইবোনেদের সঙ্গে তিনি গির্জায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। একটি প্রেক্ষাগৃহের বাইরে তিনি খেলছিলেন ভাইবোনেদের সঙ্গে। বড়রা ছিলেন ভেতরে।
যে কোনও বাচ্চাদের মতোই দুষ্টুমি করছিলেন জেমাইমারা। মজার ছলে একে অপরের দিকে জুতো ছুড়ছিলেন। তখনই ঘটনাটি ঘটে। জেমাইমার কথায়, “গির্জার অনুষ্ঠানে আমরা একটা প্রেক্ষাগৃহে গিয়েছিলাম। ছোটরা সকলেই বাইরে ছিলাম। একে অপরের সঙ্গে চপ্পলের লড়াই করছিলাম। এক ভাই আমার দিকে একটা জুতো ছুড়ে দিয়েছিল। সেটা ধরতে হলে অন্য দিকে ঝাঁপাতে হত।”
সেই বয়সেই সাহসী ছিলেন জেমাইমা। এক মুহূর্তের মধ্যে ঠিক করে নিয়েছিলেন ঝাঁপাবেন। তাতেই ঘটে বিপত্তি। জেমাইমার কথায়, “আমি তখন পুরো হিরোর মতো আচরণ করছিলাম। বলেছিলাম, জুতোটা ধরবই। সেটা করতে গিয়েই দোতলা থেকে পড়ে যাই। ভাগ্যবান যে নীচে কেউ একজন বসেছিল। আমি তাঁর মাথার উপর গিয়ে পড়ি। তবে ভাইবোনেরা ভেবেছিল আমি মারা গিয়েছি।”
ভাগ্য ভাল থাকায় কোনও চোট পাননি জেমাইমা। ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, এখনও তাঁর পরিবারে এই ঘটনাটি নিয়ে আলোচনা হয়।