Fareed Hussain

পথ দুর্ঘটনায় মৃত্যু জম্মু-কাশ্মীরের ক্রিকেটারের, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিশ

পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীরের এক ক্রিকেটারের। গত ২০ অগস্ট স্কুটার নিয়ে যাওয়ার সময়ে দুর্ঘটনার কবলে পড়েন ফারিদ হুসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১২:১০
Picture of Fareed Hussain

ফারিদ হুসেন। ছবি: ফেসবুক।

পথ দুর্ঘটনায় মৃত্যু জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেনের। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার মৃত্যু হয়েছে হুসেনের। কাশ্মীরের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসাবে পরিচিত ছিলেন হুসেন।

Advertisement

পুঞ্জের বাসিন্দা হুসেন গত ২০ অগস্ট স্কুটার নিয়ে যাচ্ছিলেন। রাস্তার ধারে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। হুসেন স্কুটার নিয়ে গাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময়, গাড়ির ভিতরে থাকা ব্যক্তি হঠাৎ দরজা খুলে দেন। গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগে হুসেনের স্কুটারের। ধাক্কার অভিঘাতে ছিটকে পড়ে যান ক্রিকেটার। স্থানীয়েরা সঙ্গে সঙ্গে আহত হুসেনকে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

হুসেনের মাথায় গুরুতর চোট লেগেছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দুর্ঘটনাটি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

Advertisement
আরও পড়ুন