Fab Four in Cricket

বিশ্বক্রিকেটের পরবর্তী ‘ফ্যাব ফোর’ কারা? উইলিয়ামসন বেছে নিলেন চার জনকে, তালিকায় দুই ভারতীয়ও

বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে একসঙ্গে ‘ফ্যাব ফোর’ নামে ডাকা হয়। চার জনই কেরিয়ারের শেষের দিকে। তাই আগামী প্রজন্মের ‘ফ্যাব ফোর’ বেছে নিয়েছেন উইলিয়ামসন নিজেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৭:০২
cricket

বিরাট কোহলির (বাঁ দিকে) সঙ্গে কেন উইলিয়ামসন। ছবি: সমাজমাধ্যম।

বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুট। একই প্রজন্মের এই চার ক্রিকেটারকে একসঙ্গে ‘ফ্যাব ফোর’ নামে ডাকা হত। এখন চার জনই কেরিয়ারের শেষের দিকে। তাই আগামী প্রজন্মের ‘ফ্যাব ফোর’ বেছে নিয়েছেন উইলিয়ামসন নিজেই। তাঁর তালিকায় জায়গা পেয়েছেন দুই ভারতীয়।

Advertisement

কোহলি ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। স্মিথ সরে গিয়েছেন এক দিনের ক্রিকেট থেকে। রুট দীর্ঘ দিন টি-টোয়েন্টি খেলেন না। উইলিয়ামসন সব ফরম্যাটের দলেই অনিয়মিত। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সে কারণেই মনে করেন, ভবিষ্যতের ‘ফ্যাব ফোর’ বেছে নেওয়া দরকার। এমন ক্রিকেটারদেরই বেছেছেন যাঁরা সব ফরম্যাটে খেলেন।

উইলিয়ামসন বলেছেন, “এই প্রজন্মের কোন ক্রিকেটারেরা সব ফরম্যাটে খেলে? আমার মাথায় যে চারটে নাম আসছে তারা হল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রাচিন রবীন্দ্র এবং হ্যারি ব্রুক। ক্যামেরন গ্রিনকেও মাথায় রাখতে হবে। প্রত্যেকেই অসাধারণ ক্রিকেটার এবং সব ফরম্যাটেই দাপটের সঙ্গে খেলছে। প্রত্যেকেই তরুণ, ফলে উন্নতিরও অবকাশ রয়েছে।”

এখনকার ‘ফ্যাব ফোর’ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ড্যারিল কালিনান। তিনি কোহলিকেই সেরা বেছে নিয়েছেন। বলেছেন, “যদি সব ফরম্যাটের কথা বিচার করি, তা হলে কোহলি বাকিদের থেকে বেশ খানিকটা উপরেই থাকবে। টেস্টে প্রত্যেকেই ভাল খেলেছে। কিন্তু কোহলিকে যেটা আলাদা করে দেয় সেটা হল, সব ধরনের ক্রিকেটে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। ভারতের সব আশা ওর উপরেই থাকত।”

তিনি আরও বলেছেন, “স্মিথ, রুট বা উইলিয়ামসনকে ছোট করে দেখাচ্ছি না। প্রত্যেকেই দুর্দান্ত ব্যাটার। তবে কোহলিদের যে খিদে সেটাই ওকে এগিয়ে রাখবে।”

Advertisement
আরও পড়ুন