Nicholas Pooran

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরের দিনই অধিনায়ক! কোন দলকে নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজের পুরান?

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বুধবারই একটি দলের অধিনায়ক হয়ে গেলেন নিকোলাস পুরান। মেজর লিগ ক্রিকেটের দল জানিয়েছে, নতুন অধিনায়ক হিসাবে পুরানকে নিয়োগ করেছে তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৪:৩৯
cricket

সমর্থকদের সঙ্গে নিকোলাস পুরান। ছবি: সমাজমাধ্যম।

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বুধবারই একটি দলের অধিনায়ক হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। এ দিন মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল এমআই নিউ ইয়র্ক জানিয়েছে, নতুন অধিনায়ক হিসাবে পুরানকে নিয়োগ করেছে তারা।

Advertisement

সমাজমাধ্যমের একটি পোস্টে এ কথা ঘোষণা করেছে নিউ ইয়র্ক। পুরানের ছবি দিয়ে লিখেছে, “শহরে নতুন সেনাপতি এসে গিয়েছে। অধিনায়ক নিকোলাস পুরান।” তারা আরও লিখেছে, “বাঁ হাতি এই উইকেটকিপার-ব্যাটার বিশ্বের অন্যতম ত্রাস সৃষ্টিকারী ব্যাটার। এখন নিজের ফর্মের তুঙ্গে রয়েছে। আশা করি ওর নেতৃত্ব আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

গত বার এমএলসি-তে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পুরান। ৩৮৮ রান করেছিলেন। এ বছরের প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। নিউ ইয়র্ক দলে রয়েছেন কুইন্টন ডি’কক, কায়রন পোলার্ড এবং রশিদ খানের মতো তারকা ক্রিকেটার।

আইপিএলে লখনউয়ের হয়ে খেললেও বিশ্বের বাকি লিগগুলিতে মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দলগুলিতে খেলেন পুরান। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেই অবসরের কথা ঘোষণা করেন। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১০৬টি ম্যাচে ২২৭৫ রান করেছেন।

মঙ্গলবার পুরান নিজের পোস্টে লেখেন, “অনেক ভাবনা চিন্তা করার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম।” তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব তিনি উপভোগ করেছেন। পুরান লেখেন, “ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার আনন্দ বলে বোঝাতে পারব না। অনেক মুহূর্তের সাক্ষী থেকেছি। মেরুন জার্সি পরে জাতীয় সঙ্গীত গাওয়া আমার কাছে গর্বের। প্রতিটা ম্যাচে মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই দলের অধিনায়কত্বও আমার কাছে গর্বের।”

সমর্থক ও সতীর্থদের কাছে তিনি যে ভালবাসা পেয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানান পুরান। লেখেন, “সমর্থকেরা আমাকে যা ভালবাসা দিয়েছে তার জন্য ধন্যবাদ। কঠিন সময়ে সেই ভালবাসা আমাকে ফেরার জন্য উদ্বুদ্ধ করেছে। আমার পরিবার, বন্ধু ও সতীর্থেরা যে ভাবে প্রতি পদক্ষেপে আমার পাশে থেকেছে তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের বিশ্বাসের সাহায্যে সামনের দিকে এগোতে পেরেছি।” আগামী দিনেও তিনি ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দলকে একই ভাবে সমর্থন করবেন বলে জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

Advertisement
আরও পড়ুন