IPL 2025

১০ দিনে চারটি ফাইনাল খেলতে নামছে কেকেআর! ম‍্যাচ জিতিয়ে বলে দিলেন রাসেল

রবিবার ব্যাট করতে নেমে প্রথম ৯ বলে মাত্র ২ রান করেছিলেন রাসেল। সেখান থেকে ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাটেই লড়াই করার মতো জায়গায় পৌঁছোয় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতিয়ে রাসেল জানালেন, চারটি ফাইনাল খেলতে নেমেছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ২১:১৯
Andre Russell

আন্দ্রে রাসেল। ছবি: পিটিআই।

ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ বলে ৫৭ রান করেন আন্দ্রে রাসেল। তাঁর ব্যাটেই লড়াই করার মতো জায়গায় পৌঁছোয় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতিয়ে রাসেল জানালেন, চারটি ফাইনাল খেলতে নেমেছেন তাঁরা।

Advertisement

রবিবার রাসেল রান না করলে চাপে পড়ে যেত কলকাতা। তাঁর ব্যাটেই ২০০ রানের গণ্ডি পার করার সুযোগ পায় দল। ম্যাচ জিতিয়ে রাসেল বলেন, “এই ম্যাচের গুরুত্ব আমরা সকলেই জানি। চারটে ফাইনাল খেলতে নেমেছি আমরা। বাকি সব কিছু বাদ দিয়ে শুধু জেতাই লক্ষ্য এখন আমাদের। সেটা করতে পেরেছি। পুরো দল ভাল খেলেছে।”

রবিবার ব্যাট করতে নেমে প্রথম ৯ বলে মাত্র ২ রান করেছিলেন রাসেল। সেখান থেকে ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। রাসেল বলেন, “আমি কখনও ডট বল নিয়ে ভাবি না। কারণ জানি বড় শট খেলতে পারব। এই পিচে প্রথম থেকেই রান তোলা কঠিন ছিল। সেই কারণেই সময় নিচ্ছিলাম। সেটা কাজে লেগেছে। শেষ দিকে রিঙ্কুও (সিংহ) বড় শট খেলে। অনেক ম্যাচ খেলেছি। জানি কোন বোলারকে মারার জন্য বেছে নেওয়া উচিত। স্কোরবোর্ডে আমি কখনও ৫ ওভার দেখি না, আমি দেখি ৩০ বল। ভেবে নিই এর মধ্যে ১৫টা বল খেললেও ৪০ রান করে দিতে পারি।”

রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা ২০৬ রান করে। আন্দ্রে রাসেল ২৫ বলে ৫৭ রান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। সেই রান তাড়া করতে নেমে রাজস্থান ইনিংস শেষ করে ২০৫ রানে। শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু সেই রান করতে পারেনি রাজস্থান।

Advertisement
আরও পড়ুন