মইন আলি। —ফাইল চিত্র।
ভারত-পাক সংঘর্ষ যখন চলছিল, তখন আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন মইন আলি। আইপিএল আবার শুরু হলেও কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তিনি আর ফিরবেন না। মইন ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেললেও তাঁর জন্ম পাকিস্তানে। ভারত-পাক সংঘর্ষের মধ্যে পড়ে গিয়েছিল তাঁর পরিবার। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সময় সেখানেই ছিলেন মইনের বাবা-মা। সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন মইন।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারতীয় সেনা। সেই সময় মইন আইপিএলে খেলছিলেন। তাঁর বাবা-মা গিয়েছিলেন পাক অধিকৃত কাশ্মীরে এক আত্মীয়ের বাড়িতে। মইন বলেন, “সেই সময় আমার বাবা-মা পাক অধিকৃত কাশ্মীরেই ছিল। যেখানে মিসাইল হানা হয়েছিল সেখান থেকে খুব বেশি হলে এক ঘণ্টার দূরত্বে ওরা ছিল। সেই রাতে ওরা আমাকে ফোন করে। আমার পাগলের মতো অবস্থা হয়েছিল। কী করব বুঝতে পারছিলাম না। শুধু প্রার্থনা করছিলাম, ওরা যেন সুস্থ থাকে। পরের দিন সকালেই ওরা বিমান ধরে ইংল্যান্ডে ফেরে। তখন আমি স্বস্তি পাই।”
মইনের সঙ্গে ভারতে ছিলেন তাঁর স্ত্রী-সন্তানেরা। সংঘর্ষের সময় তিনি নিজেও ভয় পেয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন মইন। তিনি বলেন, “হঠাৎ করে সবটা হয়ে গেল। আমরা কিছুই বুঝতে পারছিলাম না। কয়েক জনের সঙ্গে কথা বলি। কেউ বলছিল, সংঘর্ষ হবে না। আবার অনেকে বলছিল, হবে। বুঝতে পারছিলাম না কী করব? পরিবার সঙ্গে ছিল। তাই ভয় লাগছিল। বাড়িতেও সকলে চিন্তা করছিল।”
ভারত-পাক সংঘর্ষের জেরে এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায় আইপিএল। অবশ্য মইন তার আগেই ঠিক করে নিয়েছিলেন যে দেশে ফিরে যাবেন। সে কথাও জানিয়েছেন কেকেআরের বিদেশি ক্রিকেটার। মইন বলেন, “যে রাতে আইপিএল বন্ধ হল, তার আগের দিনই আমি ঠিক করে নিয়েছিলাম দেশে ফিরে যাব। কারণ, আমার পরিবারের সুরক্ষা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি শুধু ভারত থেকে বেরিয়ে আসতে চাইছিলাম। সত্যি বলতে, সেই সময় আমার শরীরও ভাল ছিল না। জ্বর হয়েছিল। তাই আরও খারাপ লাগছিল। খালি ভাবছিলাম, দেশে ফেরার মতো ক্ষমতা যেন থাকে।”
তবে সেই পরিস্থিতিতে কেকেআর তাঁদের যে ভাবে খেয়াল রেখেছেন তার প্রশংসা শোনা গিয়েছে মইনের মুখে। তিনি বলেন, “ওরা আমাদের খেয়াল রেখেছিল। কেকেআর জানিয়েছিল, যতটা সম্ভব ওরা আমাদের সাহায্য করবে। সেটা ওরা করেছে। ইংল্যান্ডে ফিরতে আমাকে সাহায্য করেছে। আমার আর আইপিএলে না ফেরার সিদ্ধান্তকে সম্মান করেছে।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এ বারের আইপিএলে কেকেআরের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন মইন। স্পিন সহায়ক উইকেটে ব্যবহার করা হয়েছে তাঁকে। ব্যাট হাতে তেমন প্রভাব না ফেললেও বল ভাল করেছেন তিনি। বিশেষ করে কয়েকটি ম্যাচে পাওয়ার প্লে-তে ভাল খেলেছেন মইন। তবে কেকেআর এ বার ভাল খেলতে পারেনি। গত বারের চ্যাম্পিয়নেরা এ বার প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে। গ্রুপ পর্বে কেকেআরের আর একটি ম্যাচ বাকি। আগামী রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের শেষ খেলা খেলে এ বারের মতো মরসুম শেষ করবে কলকাতা।