shubman gill

Shubman Gill: চেলসি ম্যাচে হাজির শুভমন পেলেন মাউন্টের জার্সি, সঙ্গে কি ছিলেন সচিন-তনয়া?

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজ দেখতে পেল নতুন এক অতিথিকে। চেলসি বনাম নরউইচ সিটির ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন শুভমন গিল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৪:৩৮
শুভমনের সঙ্গে ছিলেন কি সারা?

শুভমনের সঙ্গে ছিলেন কি সারা? ফাইল ছবি

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজ দেখতে পেল নতুন এক অতিথিকে। চেলসি বনাম নরউইচ সিটির ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন শুভমন গিল। ম্যাচে হ্যাটট্রিক করা ম্যাসন মাউন্ট খেলার শেষে তাঁর সই করা জার্সিও উপহার দিলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনারকে।

তবে এর থেকেও বড় ব্যাপার, শোনা গিয়েছে গ্যালারিতে শুভমনের সঙ্গে হাজির ছিলেন সচিন তেন্ডুলকরের কন্যা সারা। রবিবার থেকেই নেটমাধ্যমে এরকম একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে সারাও লন্ডনে রয়েছেন। শুভমনও ছুটি কাটাতে সেখানে গিয়েছেন। যদিও এই দাবির স্বপক্ষে এখনও কিছু পাওয়া যায়নি। মাউন্টের জার্সি হাতে ধরে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভমন। কিন্তু সারার ইনস্টাগ্রামে এখনও কোনও ছবি নেই।

Advertisement

শুভমন এবং সারার সম্পর্কের গুঞ্জন কারওরই অজানা নয়। কিন্তু প্রকাশ্যে এখনও কেউই সে কথা স্বীকার করেননি।

শনিবার নরউইচ সিটিকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেয় চেলসি। ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার মাউন্ট হ্যাটট্রিক করেন। পাশাপাশি ক্যালাম হাডসন ওডোই, রিকি জেমস এবং বেন চিলওয়েল গোল করেন। একটি আত্মঘাতী গোল ম্যাক্স অ্যারন্সের।

Advertisement
আরও পড়ুন