India vs England

রোহিত-কোহলির অবসরে জল্পনা ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে, শুরুতে যশস্বীর সঙ্গী কে হবেন?

রোহিত শর্মা অবসর নেওয়ায় যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে ওপেন করবেন, তা নিয়ে চলছে জল্পনা। ব্যাটিং লাইন আপে বিরাট কোহলির ছেড়ে যাওয়া চার নম্বরে কাকে খেলাবেন গৌতম গম্ভীর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৬:৫৪
picture of Rohit Sharma and Virat Kohli

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরের পর টেস্ট ক্রিকেটে কেমন হবে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ? জল্পনা চলছে ক্রিকেট মহলে। বিশেষ করে কারা ইনিংস শুরু করবেন, তা নিয়েও আলোচনা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে একাধিক রদবদলের সম্ভাবনা রয়েছে।

Advertisement

ইংল্যান্ড সফরে যশস্বী জয়সওয়ালের ইনিংস শুরু করা নিয়ে প্রশ্ন নেই। তিনি দলের নিয়মিত ওপেনার। তবে রোহিত অবসর নেওয়ায় ভেঙে গিয়েছে ভারতের ওপেনিং জুটি। স্বাভাবিক ভাবেই যশস্বীর নতুন সঙ্গী খুঁজতে হবে ভারতীয় শিবিরকে। দলে এমনিতে ওপেনারের অভাব নেই। শুভমন গিল, লোকেশ রাহুল ওপেন করতে পারেন। এমনই জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে।

এত দিন পর্যন্ত ওপেন করতেন যশস্বী এবং রোহিত। তিন নম্বরে নামতেন শুভমন। তাঁকে দিয়ে সম্ভবত ওপেন করানো হবে না। শুরুতে যশস্বীর সঙ্গী হতে পারেন রাহুল। অস্ট্রেলিয়া সফরে ইনিংস শুরু করে রান পেয়েছিলেন রাহুল। ওপেনার হিসাবে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। শুভমনকে খেলানো হতে পারে চার নম্বরে। কোহলির শূন্যস্থান ভরাট করার দায়িত্ব সম্ভবত তাঁকেই দেওয়া হবে।

শুভমন চার নম্বরে ব্যাট করলে ফাঁকা হবে তাঁর তিন নম্বর জায়গা। এই জায়গার জন্য দু’টি নাম ভাবা হচ্ছে। লড়াইয়ে আছেন সাই সুদর্শন এবং করুণ নায়ার। দু’জনেই ভাল ফর্মে রয়েছেন। রঞ্জি ট্রফির আট ম্যাচে চারটি শতরান-সহ ৮৬৩ রান করা করুণ কিছুটা এগিয়ে রয়েছেন। বিজয় হজারে ট্রফিতেও আট ম্যাচে পাঁচটি শতরান-সহ ৭৭৯ রান করেছিলেন করুণ। আবার আইপিএলে কমলা টুপি জেতার দৌড়ে রয়েছেন সুদর্শন। তাঁর কথাও ভাবা হচ্ছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ব্যাটিং অর্ডার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর। ইনিংসের শুরুতে অনভিজ্ঞ কাউকে তিনি চাইছেন না। শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত ব্যাটারদেরই রাখতে চাইছেন। উল্লেখ্য, আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত।

Advertisement
আরও পড়ুন