IPL 2025

লজ্জা ধোনির দলের, চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে নজির কলকাতার

৫৯ বল বাকি থাকতে চেন্নাইকে হারিয়ে ম্যাচ জিতে নেয় কেকেআর। সেই সঙ্গে শুক্রবারের ম্যাচে একটি নজিরও গড়েছে তারা। কী নজির গড়ল কলকাতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১১:০২
MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

চিপকে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেকেআর। সেই সঙ্গে একটি নজিরও গড়েছে তারা। কী নজির গড়ল কলকাতা?

Advertisement

আইপিএলে ১০০ রানের উপর তাড়া করতে নেমে সবচেয়ে কম বল খেলে জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে কেকেআর। মাত্র ৬১ বল খেলে ম্যাচ জিতে নেয় তারা। ১০০ রানের বেশি তাড়া করতে নেমে সবচেয়ে কম বল খেলে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। দু’টি দলই ম্যাচ জিতেছিল ৫৮ বলে। ২০১৫ সালে কলকাতার বিরুদ্ধে বেঙ্গালুরু ১১২ রান তাড়া করেছিল ৫৮ বলে। ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬৬ রানের লক্ষ্য ৫৮ বলে পার করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তার পরেই রয়েছে কলকাতার এই জয়।

চেন্নাইয়ের এটাই সবচেয়ে বেশি বল বাকি থাকতে হার। এর আগে আইপিএলে এত বল বাকি থাকতে কখনও হারেনি চেন্নাই। সেই সঙ্গে আইপিএলে টানা পাঁচটি ম্যাচে এই প্রথম হারল তারা। চিপকের মাঠে টানা তিনটি ম্যাচে হারের লজ্জাও প্রথম বার। আইপিএলের শুরুটা জয় দিয়ে করলেও, তা ধরে রাখতে পারেনি চেন্নাই।

ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই মাত্র ১০৩ রানে শেষ হয়ে যায়। যদিও পুরো ২০ ওভার ব্যাট করেছে তারা। কলকাতার হয়ে তিনটি উইকেট নেন সুনীল নারাইন। দু’টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন বৈভব অরোরা এবং মইন আলি। চেন্নাইয়ের ১০৪ রানের লক্ষ্য ৬১ বলে তুলে নেয় কলকাতা। ব্যাট হাতে নারাইন ৪৪ রান করেন।

Advertisement
আরও পড়ুন