নিউ জ়িল্যান্ড ক্রিকেট দল। ছবি: পিটিআই।
এক দিনের সিরিজ়ে ভারতকে হারিয়েছে নিউ জ়িল্যান্ড। এ বার তাদের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। তবে প্রথম ম্যাচের আগে চিন্তা কিউয়ি শিবিরে। এক দিনের সিরিজ়ে নিউ জ়িল্যান্ড দলের অধিনায়ক ছিলেন যিনি, সেই মাইকেল ব্রেসওয়েলকে সিরিজ়ে না-ও পাওয়া যেতে পারে। চোট রয়েছে তাঁর। ফলে এক দিনের সিরিজ়ে থাকা ক্রিশ্চিয়ান ক্লার্ককে রেখে দেওয়া হয়েছে ভারতে। এই খবর জানিয়েছেন নিউ জ়িল্যান্ডের কোচ রব ওয়াল্টার।
নিউ জ়িল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে ওয়াল্টার বলেছেন, “আগামী দিনে ব্রেসওয়েলের চিকিৎসা করা হবে এবং নজরে রাখা হবে। টি-টোয়েন্টিতে ও খেলতে পারবে কি না, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তাঁর সংযোজন, “দলের সঙ্গে নাগপুরে গিয়েছে ব্রেসওয়েল। তবে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে সময় খুব কম। প্রথম ম্যাচের আগে আমাদের তৈরি থাকতে হবে। আপাতত আমাদের হাতে অনেকে রয়েছে। চোট কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজ়ে অনেকে ফিরছে। ফ্র্যাঞ্চাইজ়ি লিগ থেকে অনেকে যোগ দিচ্ছে। বাকি কয়েক জন এক দিনের দল থেকে আসছে।”
এক দিনের সিরিজ় জয় নিয়ে কিউয়ি কোচ বলেছেন, “এক দিনের সিরিজ় জিততে পেরে দারুণ লেগেছে। ইতিহাস তৈরি করেছি আমরা। অনেকগুলো ভাল পারফরম্যান্স হয়েছে। তবে এ বার এমন একটা দলগত প্রচেষ্টা দেখতে পেয়েছি যা আগে দেখতে পাইনি।”
কেন ক্লার্ককে দলে রাখা হল সে প্রসঙ্গে ওয়াল্টার জানিয়েছেন, দলে পর্যাপ্ত পরিমাণে জোরে বোলার রাখার কারণেই এই সিদ্ধান্ত। ওয়াল্টারের কথায়, “আমরা চাই প্রথম তিনটি ম্যাচে যেন আমাদের হাতে যথেষ্ট বিকল্প থাকে। প্রথম বার ভারত সফরে এসে দলের সঙ্গে আরও কিছু দিন থাকলে ক্লার্কেরও অনেক উপকার হবে।”