IPL 2025

‘যে কোনও এক জন পাণ্ড্যই তো জিতত’! ভাই হার্দিককে হারিয়ে বললেন দাদা ক্রুণাল

সোমবার প্রথমে ব্যাট করে ২২১ রান তোলে ক্রুণালের বেঙ্গালুরু। রান তাড়া করতে নেমে মুম্বই শেষ হয়ে যায় ২০৯ রানে। ক্রিকেট মাঠের হার-জিত যদিও দুই ভাইয়ের সম্পর্কে কোনও প্রভাব ফেলে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১১:৪৫
Krunal Pandya and Hardik Pandya

ক্রুণাল পাণ্ড্য এবং হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।

ভাই হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। দাদা ক্রুণাল পাণ্ড্য খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। সোমবার সেই দুই দলের লড়াইয়ে বাজিমাত দাদার। শেষ ওভারে তিন উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন ক্রুণাল। তার আগে ভাই হার্দিক দলকে জেতানোর মরিয়া চেষ্টা করেছিলেন।

Advertisement

সোমবার প্রথমে ব্যাট করে ২২১ রান তোলে ক্রুণালের বেঙ্গালুরু। রান তাড়া করতে নেমে মুম্বই শেষ হয়ে যায় ২০৯ রানে। ক্রিকেট মাঠের হার-জিত যদিও দুই ভাইয়ের সম্পর্কে কোনও প্রভাব ফেলে না। ম্যাচ শেষে ক্রুণাল বলেন, “আমাদের সম্পর্ক এমনই যে, আমরা জানি দিনের শেষে এক জন পাণ্ড্য জিতবেই। একের অপরের প্রতি ভালবাসা বা আকর্ষণ তাতে একটুও কমেনি। হার্দিক খুব ভাল ব্যাট করেছে। আমরা দু’জনেই জিততে চেয়েছিলাম। হার্দিকের জন্য খারাপ লাগছে।” ক্রুণাল বল করার সময় তাঁকে ছক্কাও মারেন হার্দিক। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতেন ক্রুণালই।

বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদারের প্রশংসা করেন ক্রুণাল। তিনি বলেন, “রজত যে ভাবে ব্যাটিং শুরু করেছিল, সেটা অসাধারণ। অধিনায়ক হিসাবে ও দলকে সব সময় স্বস্তিতে রাখে। পরিকল্পনা অনুযায়ী খেলতে দেয় সকলকে। একজন বোলার হিসাবে এটা প্রয়োজন হয়। খুব শান্ত থাকে রজত। কোনও বিষয়কে জটিল করে দেখে না। ওর নেতৃত্বে খেলতে ভাল লাগছে। জিতেশ (শর্মা) খুব ভাল খেলেছে। প্রতি ম্যাচে উন্নতি করছে।”

বেঙ্গালুরুর পরের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। ক্রুণাল বলেন, “এখনই ট্রফি জয়ের কথা ভাবতে চাই না। কিন্তু মরসুম শেষে আমরা কী চাই, সেটা সকলে জানে। শুধু মাথা নিচু করে কাজ করে যেতে চাই। ম্যাচ জিততে চাই।”

Advertisement
আরও পড়ুন