Animal Cruelty

পথকুকুরের পাঁচটি বাচ্চাকে পুড়িয়ে মারা হল হাওড়ায়! সিসি ক‍্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

শুক্রবার বিকেলে ওই পাঁচটি কুকুরছানাকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন পশুপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা এসে জগাছা থানায় খবর দেন। পুলিশ এসে দগ্ধ কুকুরছানাগুলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০০:২৯

— প্রতীকী চিত্র।

পাঁচটি কুকুরছানাকে নৃশংস ভাবে পুড়িয়ে মারাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগাছা থানার হাটপুকুর এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে পশুপ্রেমী সংগঠন।

Advertisement

শুক্রবার বিকেলে ওই পাঁচটি কুকুরছানাকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন পশুপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা এসে জগাছা থানায় খবর দেন। পুলিশ এসে দগ্ধ কুকুরছানাগুলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এমন নির্মম ঘটনার যে বা যাঁরা জড়িত তাঁদের শাস্তির দাবি তুলেছেন পশুপ্রেমী-সহ স্থানীয় বাসিন্দারা।

ঘটনার তদন্তে নেমেছে জগাছা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের সন্ধান চালাচ্ছে তারা।

Advertisement
আরও পড়ুন