Sukhen Dey Death

মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত মোহনবাগানের আই লিগ জয়ী ফুটবলার, ময়দানে শোকের ছায়া

শুক্রবার কর্মস্থল রেলের দফতরে কাজ করার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ফুটবলার। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছু করা যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০০:২০
প্রয়াত ফুটবলার সুখেন দে।

প্রয়াত ফুটবলার সুখেন দে। ছবি: সংগৃহীত।

প্রয়াত ফুটবলার সুখেন দে। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন এই ডিফেন্ডার।

Advertisement

ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও মোহনবাগানের হয়ে খেলেছেন সুখেন। শুক্রবার তাঁর কর্মস্থল রেলের দফতরে কাজ করার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছু করা যায়নি। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

সুখেন দে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবে। ২০১৫ সালে মোহনবাগানে যোগ দেন। সবুজ-মেরুনে গিয়ে প্রথম বছরেই আই লিগ চ্যাম্পিয়ন হন।

সেই বছর‌ স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সুখেনের পারফরম্যান্স সকলের নজর কেড়ে নেয়। স্পোর্টিংয়ের হয়ে সে বার দুর্দান্ত ফর্মে ছিলেন ওডাফা ওকোলি। তাঁকে আটকে দেন ছোট চেহারার সুখেন।

Advertisement
আরও পড়ুন