Stampede Outside Chinnaswamy

বেঙ্গালুরু পদপিষ্টকাণ্ড: কর্নাটক ক্রিকেট সংস্থার সচিবের পদত্যাগ, ইস্তফা কোষাধ্যক্ষেরও

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। সেই ঘটনার পরেই কেএসসিএ-এর সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই জয়রাম ইস্তফা দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১২:৫৮
Chinnaswami Stadium

চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে ভিড়। —ফাইল চিত্র।

কর্নাটক ক্রিকেট সংস্থার (কেএসসিএ) দুই কর্তা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। সেই ঘটনার পরেই কেএসসিএ-এর সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই জয়রাম ইস্তফা দিয়েছেন।

Advertisement

৩ জুন আইপিএল জিতেছিল আরসিবি। পরের দিনই উৎসবে মেতে ওঠে গোটা দল। সেই দিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন সমর্থক। যে ঘটনার পর ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে আরসিবি-র এক কর্তাও রয়েছেন। এমন অবস্থায় কর্নাটক ক্রিকেট সংস্থার দুই কর্তা পদত্যাগ করেছেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আরসিবি-কে উৎসবের আয়োজনে সাহায্য করেছিল কর্নাটক ক্রিকেট সংস্থা এবং কর্নাটক সরকার। তার পরেই এই দুই কর্তা পদত্যাগ করেন। যদিও এই উৎসবের আয়োজনে তেমন কোনও ভূমিকা ছিল না বলেই দাবি করা হয়েছে তাঁদের তরফে।

পুলিশের তরফে ইতিমধ্যেই আরসিবি, কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি রঘুরাম ভাট এবং আয়োজক সংস্থার বিরুদ্ধে মামলা করেছে। তার পরেই কেএসসিএ-র তরফে জানানো হয়েছে যে, ভিড় সামলানোর ক্ষেত্রে তাদের কোনও দায়িত্ব ছিল না।

Advertisement
আরও পড়ুন