লখনউয়ের মাঠে কুয়াশার দাপট অব্যাহত। ছবি: পিটিআই।
কুয়াশা এবং শিশিরের জন্য ভিজে যাচ্ছে লখনউয়ের ২২ গজ। পিচ বাঁচাতে শতরঞ্জি দিয়ে পিচ ঢাকলেন মাঠকর্মীরা।
লখনউয়ের মাঠে এখনও কমেনি কুয়াশা। রাত ৮টার পরিদর্শনেও দৃশ্যমানতা নিয়ে সন্তুষ্ট নন আম্পায়ারেরা। তারা আবার রাত ৮টা ৩০-এ পরিদর্শন করবেন।
লখনউয়ের মাঠ এখনও কুয়াশায় ঢাকা। খেলা শুরু করার মতো পরিস্থিতি নেই। ৭টা ৩০-এ মাঠ পরিদর্শন করেন আম্পায়ারেরা। মাঠের দৃশ্যমানতা সন্তোষজনক নয়। আবার রাত ৮টায় পরিদর্শন করবেন তাঁরা।
ঘন কুয়াশার জন্য খেলা শুরু করার মতো পরিস্থিতি নেই লখনউয়ে। ৬টা ৫০-এ পরিদর্শনের পর দু’দলের কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলেন আম্পায়ারেরা। তাঁরা জানিয়েছেন আবার ৭টা ৩০-এ পরিদর্শন করবেন। তার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
ঘন কুয়াশায় ঢাকা লখনউয়ের মাঠ। ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচর টস নির্ধারিত সময়ে হল না। ৬টা ৫০-এ পরিদর্শনের পর সিদ্ধান্ত নেবেন আম্পায়ারেরা।