শুভমন গিল। —ফাইল চিত্র।
ভারতের জিততে দরকার আরও ১৩৫ রান। ইংল্যান্ডের চাই ৬ উইকেট।
৬ রান করে ব্রাইডন কার্সের বলে আউট হলেন শুভমন। বড় ধাক্কা খেল ভারত।
আবার বাজে আউট হলেন করুণ। ব্রাইডন কার্সের বলে শট খেলার চেষ্টাই করলেন না তিনি। বল গিয়ে লাগল প্যাডে। আম্পায়ার আউট দিলেন। ১৫ রান করলেন করুণ। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
যশস্বী আউট হওয়ার পর থেকে সাবধানে ব্যাট করছেন লোকেশ রাহুল ও করুণ নায়ার। তাঁরা জানেন, উইকেটে পড়ে থাকলে রান আসবে। তাই তাড়াহুড়ো করছেন না দুই ব্যাটার। ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা।
জীবন পেলেন লোকেশ রাহুল। ক্রিস ওকসের বল সোজা তাঁরই হাতে মারেন রাহুল। সহজ ক্যাচ ফস্কান ওকস।
খারাপ শট খেলে আউট হলেন যশস্বী। আর্চারের বল তাঁর ব্যাটের কানায় লেগে উঠে গেল। ক্যাচ ধরলেন উইকেটকিপার স্মিথ। শূন্য রানে আউট যশস্বী।
ভারত ৫-১।
৪ উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর দাপটে ১৯২ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। লর্ডস টেস্ট জিততে ভারতের সামনে লক্ষ্য ১৯৩ রান।
ওকসকে ১০ রানে বোল্ড করলেন বুমরাহ। ১৮৫ রানে ৯ উইকেট হারাল ইংল্যান্ড।
পরের ওভারের প্রথম বলেই উইকেট বুমরাহের। ১ রান করে আউট কার্স। ১৮২ রানে ৮ উইকেট পড়ল ইংল্যান্ডের।
চা বিরতির পর বেন স্টোকসকে আউট করলেন ওয়াশিংটন। তাঁর বলে বড় শট মারতে গিয়ে ৩৩ রানের মাথায় বোল্ড হলেন ইংরেজ অধিনায়ক। ১৮১ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড।
বেন স্টোকস ২৭ ও ক্রিস ওকস ৮ রানে অপরাজিত রয়েছেন।
আবার ধাক্কা দিলেন ওয়াশিংটন। এ বার ফিরিয়ে দিলেন ফর্মে থাকা জেমি স্মিথকে (৮)। ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড স্মিথ।
ইংল্যান্ড ১৬৪-৬।
অবশেষে সাফল্য পেল ভারত। আউট হলেন রুট। ওয়াশিংটনকে সুইপ মারতে গিয়ে বোল্ড হলেন তিনি। বড় ধাক্কা দিল ভারত।
ইংল্যান্ড ১৫৪-৫।
ধাক্কা সামলে লড়াই করছেন জো রুট ও বেন স্টোকস। তাঁদের মধ্যে অর্ধশতরানের জুটি হয়েছে। জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলারেরা।
রুট-স্টোকস জুটির ব্যাটে ১০০ রান পার ইংল্যান্ডের।
মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম বলেই আউট হতে পারতেন জো রুট। বল তাঁর ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের কাছে যায়। ক্যাচ ধরতে পারেননি ধ্রুব জুরেল। পরে দেখা যায় নো-বল করেছেন আকাশদীপ। ফলে ক্যাচ ধরলেও রুট আউট হতেন না।
জো রুট ১৭ ও বেন স্টোকস ২ রানে অপরাজিত রয়েছেন।
এ বার উইকেট নিলেন আকাশদীপ। ব্যাট করতে নেমে দ্রুত রান করছিলেন হ্যারি ব্রুক। আকাশদীপের বলে সুইপ মারতে গিয়ে বোল্ড হলেন তিনি। ২৩ রান করে আউট ব্রুক। ৮৭ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড।
ইংল্যান্ডের আর এক ওপেনারও আউট। নীতীশ রেড্ডির বলে ২২ রান করে ফিরলেন তিনি। ভাল ক্যাচ ধরলেন যশস্বী জয়সওয়াল। ৫০ রানে ৩ উইকেট পড়ল ইংল্যান্ডের।
ওলি পোপকেও আউট করলেন সিরাজ। প্রথমে আম্পায়ার আউট দেননি। পরে রিভিউতে দেখা যায় বল উইকেটে লেগেছে। আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়। ৪ রানে আউট পোপ। ৪২ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।