(বাঁ দিকে) লোকেশ রাহুল এবং শুভমন গিল (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।
দিনের শেষে ভারত ১৭৪/২। ব্যাট করছেন রাহুল (৮৭) এবং শুভমন (৭৮)। ইনিংসে হার বাঁচাতে আরও ১৩৭ রান দরকার ভারতের।
১৪১ বলে ৫০ রাহুলের। শুভমন খেলছেন ৫৯ রান করে। ভারত ১১৭/২।
ম্যাঞ্চেস্টারে লড়াই রাহুল-শুভমন জুটির। তৃতীয় উইকেটের জুটিতে দু’জনে তুললেন ১০০ রান। রাহুল ৩৯ এবং শুভমন ৫৭ রানে ব্যাট করছেন। ভারত ১০০/২।
চাপের মুখে লড়াকু অর্ধশতরান শুভমনের। ৭৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ভারত ৮৫/২।
ম্যাঞ্চেস্টারের ২২ গজে লড়াই করছেন রাহুল (১৭) এবং শুভমন (৩১)। ভারত ৫০/২।
শূন্য রানে ২ উইকেট হারানোর পর ম্যাঞ্চেস্টারের ২২ গজে লড়াই করছেন রাহুল (১৩) এবং শুভমন (২৬)। ভারত ৪০/২।
ম্যাঞ্চেস্টারে চাপে ভারতীয় দল। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ১/২। ক্রিজে রয়েছেন রাহুল (১) এবং শুভমন (শূন্য)।
পর পর দু’বলে ২ উইকেট ওকসের। ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট সুদর্শন (শূন্য)। ভারত ০/২।
ওকসের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে প্রথম ওভারেই আউট যশস্বী (শূন্য)। ভারত ০/১।
জাডেজার বলে তুলে মারতে গিয়ে সিরাজের হাতে ক্যাচ দিলেন কার্স (৪৭)। ৬৬৯ রানে শেষ হল ইংল্যান্ডের প্রথম ইনিংস।
তুলে মারতে গিয়ে আউট হলেন স্টোকস। বাউন্ডারির ধারে ক্যাচ ধরলেন সুদর্শন। ১৪১ রানে ফিরলেন স্টোকস।
প্রথম ইনিংসে বড় লিডের পথে ইংল্যান্ড। ব্যাট করছেন স্টোকস (১০৭) এবং কার্স (১৮)। ইংল্যান্ড ৬০৩/৮।
১৬৪ বলে শতরান পূর্ণ করলেন স্টোকস। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শতরান ইংল্যান্ডের অধিনায়কের। ২২ গজে রয়েছেন কার্স (১৩)। ইংল্যান্ড ৫৯৪/৮।
বুমরাহের বলে বোল্ড ডসন (২৬)। ইংল্যান্ড ৫৬৩/৮।
ব্যাট করতে নামল ইংল্যান্ড। তাদের স্কোর ৫৪৪/৭। ক্রিজে আছেন বেন স্টোকস এবং লিয়াম ডসন।