India vs South Africa 2025

যশস্বীর শতরান, কোহলি, রোহিতের অর্ধশতরান, বিশাখাপত্তনমে এক দিনের সিরিজ় জিতল ভারত

শনিবার বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নেমেছিল ভারত। রাঁচীতে ভারত জিতলেও রায়পুরে জিতে দক্ষিণ আফ্রিকা সমতা ফিরিয়েছিল। শনিবার ভারত জিতে সিরিজ় পকেটে পুরল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪
মারমুখী মেজাজে যশস্বী জয়সওয়াল।

মারমুখী মেজাজে যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪২ key status

সিরিজ় জয় ভারতের

তৃতীয় ম্যাচে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:২১ key status

শতরান যশস্বীর

বশের বল এক রান নিয়ে শতরান পূরণ করলেন যশস্বী। এক দিনের ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান। গম্ভীরদের চাপ কমালেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০ key status

রোহিত আউট

ভাল ব্যাটিং করছিলেন। চালিয়ে খেলতে গিয়ে আউট হলেন রোহিত। ৭৫ রানে ফিরলেন। মহারাজের বলে রোহিতের ক্যাচ ধরলেন ব্রিৎজ়কে।

ভারত ১৫৫-১।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০ key status

অর্ধশতরান যশস্বীর

এক দিনের ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন যশস্বী। এনগিডির বলে এক রান নিয়ে পঞ্চাশ পেরোলেন তিনি।

ভারত ১৩৪-০।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯ key status

ভারত ১৭ ওভারে ৮৫-০

ধীরে খেললেও উইকেট হারায়নি ভারত। খেলে চলেছেন দুই ওপেনারই। রোহিত ৪৫ এবং যশস্বী ২৯ রানে ক্রিজ়ে।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১০ key status

ভারত ৫ ওভারে ২১-০

যশস্বী ৮ এবং রোহিত ৬ রানে ক্রিজ়ে। অন্য ম্যাচের থেকে একটু ধীরেই শুরু করেছেন দুই ওপেনার। রানের লক্ষ্যও অবশ্য বেশি নয়।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪ key status

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ

প্রোটিয়াদের শেষ উইকেট নিলেন প্রসিদ্ধ। বোল্ড করলেন বার্টম্যানকে। ২৭০ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮ key status

আউট এনগিডি

কুলদীপের চতুর্থ উইকেট। এলবিডব্লিউ হলেন এনগিডি। ফিরলেন ১ রান করে।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৯ key status

আউট বশ

আবার ধাক্কা কুলদীপের। করবিন বশ ক্যাচ দিলেন তাঁরই হাতে। ফিরলেন ৯ রানে।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৩১ key status

আউট জানসেন

এক ওভারে দক্ষিণ আফ্রিকার দুই বিধ্বংসী ব্যাটারকে ফেরালেন কুলদীপ। ব্রেভিসের পর আউট জানসেন। ছয় মারতে গিয়ে জাডেজার হাতে ক্যাচ দিলেন তিনি। ফিরলেন ১৭ রানে।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:২৭ key status

আউট ব্রেভিস

কুলদীপের বলে আড়াআড়ি খেলতে গিয়ে ব্রেভিসের শট উঠে গেল উপরে। ধরলেন রোহিত। ২৯ রানে ফিরলেন ব্রেভিস।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭ key status

আউট ডি কক

প্রসিদ্ধের বলে বোল্ড ডি কক (১০৬)। তৃতীয় উইকেট নিলেন প্রসিদ্ধ। দক্ষিণ আফ্রিকা ১৯৯/৫।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯ key status

শতরান ডি ককের

পঞ্চাশের মতো শতরানও ছয় মেরে পূরণ করলেন ডি কক। ভারতের মাটিতে তাঁর ভাল ফর্ম অব্যাহত। প্রথম দু’ম্যাচে রান না পেলেও আসল ম্যাচে ভুল করলেন না তিনি।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৭ key status

আউট মার্করাম

এক ওভারে জোড়া ধাক্কা প্রসিদ্ধের। ওভারের শেষ বলে মার্করাম কাট করতে গিয়েছিলেন। ক্যাচ গেল কোহলির হাতে। ১ রানে ফিরলেন মার্করাম।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৩২ key status

আউট ব্রিৎজ়কে

প্রসিদ্ধের বলে আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন ব্রিৎজ়কে। ২৪ রান করলেন তিনি।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০১ key status

আউট বাভুমা

জাডেজার বলে চালিয়ে খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিলেন বাভুমা। ফিরলেন ৪৮ রানে।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০ key status

অর্ধশতরান ডি ককের

জাডেজাকে ছয় মেরে ৪৩ বলে অর্ধশতরান করলে ডি কক। তাঁকে আউট করতে না পারলে ভারতের চাপ আরও বাড়তে পারে।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭ key status

আউট রিকেলটন

রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট রিকেলটন (০)। দক্ষিণ আফ্রিকা ১ ওভারে ১/১।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৩০ key status

ইনিংস শুরু দক্ষিণ আফ্রিকার

ওপেন করছেন ডিকক এবং রায়ান রিকেলটন।

timer শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৩:২৭ key status

ভারতীয় ক্রিকেটারদের উল্লাস

টস জেতার পর উল্লাসে মাতেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। অধিনায়ক রাহুলও টস জিতেই মৃদু উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁকে বেশ চাপমুক্ত মনে হয়েছে দেখে। পরে তিনি সাজঘরে ফেরার সময় হর্ষিত রানা, ঋষভ পন্থেরা তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন