মারমুখী মেজাজে যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।
তৃতীয় ম্যাচে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।
বশের বল এক রান নিয়ে শতরান পূরণ করলেন যশস্বী। এক দিনের ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান। গম্ভীরদের চাপ কমালেন তিনি।
ভাল ব্যাটিং করছিলেন। চালিয়ে খেলতে গিয়ে আউট হলেন রোহিত। ৭৫ রানে ফিরলেন। মহারাজের বলে রোহিতের ক্যাচ ধরলেন ব্রিৎজ়কে।
ভারত ১৫৫-১।
এক দিনের ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন যশস্বী। এনগিডির বলে এক রান নিয়ে পঞ্চাশ পেরোলেন তিনি।
ভারত ১৩৪-০।
ধীরে খেললেও উইকেট হারায়নি ভারত। খেলে চলেছেন দুই ওপেনারই। রোহিত ৪৫ এবং যশস্বী ২৯ রানে ক্রিজ়ে।
যশস্বী ৮ এবং রোহিত ৬ রানে ক্রিজ়ে। অন্য ম্যাচের থেকে একটু ধীরেই শুরু করেছেন দুই ওপেনার। রানের লক্ষ্যও অবশ্য বেশি নয়।
প্রোটিয়াদের শেষ উইকেট নিলেন প্রসিদ্ধ। বোল্ড করলেন বার্টম্যানকে। ২৭০ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস।
কুলদীপের চতুর্থ উইকেট। এলবিডব্লিউ হলেন এনগিডি। ফিরলেন ১ রান করে।
আবার ধাক্কা কুলদীপের। করবিন বশ ক্যাচ দিলেন তাঁরই হাতে। ফিরলেন ৯ রানে।
এক ওভারে দক্ষিণ আফ্রিকার দুই বিধ্বংসী ব্যাটারকে ফেরালেন কুলদীপ। ব্রেভিসের পর আউট জানসেন। ছয় মারতে গিয়ে জাডেজার হাতে ক্যাচ দিলেন তিনি। ফিরলেন ১৭ রানে।
কুলদীপের বলে আড়াআড়ি খেলতে গিয়ে ব্রেভিসের শট উঠে গেল উপরে। ধরলেন রোহিত। ২৯ রানে ফিরলেন ব্রেভিস।
প্রসিদ্ধের বলে বোল্ড ডি কক (১০৬)। তৃতীয় উইকেট নিলেন প্রসিদ্ধ। দক্ষিণ আফ্রিকা ১৯৯/৫।
পঞ্চাশের মতো শতরানও ছয় মেরে পূরণ করলেন ডি কক। ভারতের মাটিতে তাঁর ভাল ফর্ম অব্যাহত। প্রথম দু’ম্যাচে রান না পেলেও আসল ম্যাচে ভুল করলেন না তিনি।
এক ওভারে জোড়া ধাক্কা প্রসিদ্ধের। ওভারের শেষ বলে মার্করাম কাট করতে গিয়েছিলেন। ক্যাচ গেল কোহলির হাতে। ১ রানে ফিরলেন মার্করাম।
প্রসিদ্ধের বলে আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন ব্রিৎজ়কে। ২৪ রান করলেন তিনি।
জাডেজার বলে চালিয়ে খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিলেন বাভুমা। ফিরলেন ৪৮ রানে।
জাডেজাকে ছয় মেরে ৪৩ বলে অর্ধশতরান করলে ডি কক। তাঁকে আউট করতে না পারলে ভারতের চাপ আরও বাড়তে পারে।
রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট রিকেলটন (০)। দক্ষিণ আফ্রিকা ১ ওভারে ১/১।
ওপেন করছেন ডিকক এবং রায়ান রিকেলটন।
টস জেতার পর উল্লাসে মাতেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। অধিনায়ক রাহুলও টস জিতেই মৃদু উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁকে বেশ চাপমুক্ত মনে হয়েছে দেখে। পরে তিনি সাজঘরে ফেরার সময় হর্ষিত রানা, ঋষভ পন্থেরা তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন।