ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
আকাশদীপকে তুলে মারতে গিয়ে আউট হলেন কার্স। টেস্টও জিতে গেল ভারত। আকাশদীপ ম্যাচে ১০ উইকেট পেলেন।
শর্ট মিড অনে ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচ নিলেন সিরাজ। ফিরলেন টং (২)। সিরাজের ক্যাচ থেকে মাথায় হাত শুভমনদের। বিশ্বাসই করতে পারছেন না শুভমন এ রকম ক্যাচ নিতে পারেন। ইংল্যান্ড ২৪৬-৯।
চালিয়ে খেলছিলেন। তিনিই ইংল্যান্ডের শেষ ভরসা ছিলেন। সেই স্মিথকে আউট করলেন আকাশদীপ। দ্বিতীয় ইনিংসেও শতরান হাতছাড়া হল স্মিথের। ফিরলেন ৮৮ রানে।
ভুল বোলিং করে রানের পর রান দিয়ে যাচ্ছিলেন। সেই প্রসিদ্ধ অবশেষে উইকেট পেলেন। খারাপ শট খেলে আউট ক্রিস ওকস (৭)।
দ্বিতীয় সেশনেই কি চারটি উইকেট ফেলে দিতে পারবে ভারত? আপাতত রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর বল করছেন।
ওয়াশিংটনের বল এগিয়ে খেলতে গিয়েছিলেন স্টোকস। বল আগে লাগল প্যাডে। ডিআরএস নিয়েও লাভ হল না। ইংল্যান্ড ১৫৩-৬।
পোপ এবং ব্রুক ফেরার পর ক্রিজ়ে টিকে থাকার মরিয়া চেষ্টা করছেন স্টোকস এবং স্মিথ। প্রথম সেশনে আর উইকেট পড়েনি। স্টোকস ১০ এবং স্মিথ ১৯ রানে খেলছেন। ইংল্যান্ড ১২৩-৫।
প্রথম ইনিংসের শতরানকারীকে ফিরিয়ে দিলেন আকাশ। বল পিচে পড়ে এতটাই ভেতরে ঢুকে এল যে ব্যাট বলের লাইনে নিয়েই যেতে পারলেন না ব্রুক। ফিরলেন ২৩ রানে।
পঞ্চম দিনের চতুর্থ ওভারেই উইকেট পেল ভারত। আকাশদীপের বলে প্লেড-অন হলেন অলি পোপ (২৪)।
ভারতীয় সময় বিকাল ৫:১০ মিনিটে শুরু হবে খেলা। বৃষ্টির জন্য শেষ দিনের ওভার সংখ্যা কমিয়ে ৮০ করা হয়েছে। মধ্যাহ্নভোজ ভারতীয় সময় সন্ধে ৭টায়। চা পানের বিরতি ভারতীয় সময় রাত ৯:৪০ মিনিটে। রাত ১১:৩০ মিনিট পর্যন্ত খেলা চলবে।
আপাতত মাঠের যে যে জায়গায় জল জমে রয়েছে সেটা গিয়ে পরীক্ষা করছেন। বৃষ্টি এখন বন্ধ। তবে দূরে রয়েছে কালো মেঘ যা এগিয়ে আসছে মাঠের দিকে। অর্থাৎ কিছু ক্ষণ পর আবার বৃষ্টি হতে পারে। কভার এনে আবার ঢেকে দেওয়া হল পিচ।
বৃষ্টি পুরোপুরি কমে গিয়েছে। আকাশও উজ্জ্বল। তাই আম্পায়ারেরা ভারতীয় সময় ৪.১৫ নাগাদ পিচ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
মাঠকর্মীরা আপাতত অপেক্ষা করছে কভার সরানোর। আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ফ্লাডলাইটও। সুপার সপার দিয়ে কভারের জল শোকানোর কাজ চলছে।
ইংল্যান্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এজবাস্টনে। দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। সকাল থেকে প্রতি ঘণ্টার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহবিদেরা জানিয়েছেন, সকাল ৬টা বৃষ্টির সম্ভাবনা ৪৮ শতাংশ। সকাল ৭টায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সকাল ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৮৯ শতাংশ। অর্থাৎ, পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে। সকাল ৯টায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এর পর খেলা শুরুর সময়, সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সকাল ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৪৬ শতাংশ। দুপুর ১২টার সময়ও একই রকম পরিস্থিতি থাকতে পারে। দুপুর ১টার সময় বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। দুপুর ২টোয় ২০ শতাংশ বৃষ্টি হতে পারে। অর্থাৎ চা পানের বিরতির আগে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারত কি ইংল্যান্ডকে অল আউট করার সুযোগ বা সময় আদৌ পাবে?
এজবাস্টনে বৃষ্টি। মিলে গেল আবহবিদদের পূর্বাভাস।