IPL 2025

মুম্বইয়ের কাছে হারের পরেই শাস্তি পন্থের, পার পেলেন না লখনউ দলের বাকি ১১ জনও

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। হারের ধাক্কার পাশাপাশি শাস্তিও পেতে হয়েছে দলের প্রথম একাদশের সকল ক্রিকেটারকে। বাদ যাননি ইমপ্যাক্ট প্লেয়ারও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১২:২১
cricket

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

চলতি আইপিএলে সমস্যা কমছে না ঋষভ পন্থের। ব্যাটে রান নেই। অধিনায়কত্ব ভাল হচ্ছে না। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। হারের ধাক্কার পাশাপাশি শাস্তিও পেতে হয়েছে পন্থ-সহ দলের প্রথম একাদশের সকল ক্রিকেটারকে। বাদ যাননি ইমপ্যাক্ট প্লেয়ারও।

Advertisement

মুম্বইয়ের বিরুদ্ধে দলের মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছেন অধিনায়ক পন্থ। চলতি মরসুমে এটি তাঁর দ্বিতীয় অপরাধ। প্রথম বারও মুম্বইয়ের বিরুদ্ধেই মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছিলেন লখনউয়ের অধিনায়ক। সেই সময় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল তাঁকে। এ বার ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে তাঁর।

পন্থই চলতি আইপিএলের একমাত্র অধিনায়ক, যিনি দু’বার শাস্তি পেলেন। রাজস্থান রয়্যালসও মন্থর বোলিংয়ের জন্য দু’বার সাজা পেয়েছে। কিন্তু এক বার রিয়ান পরাগ ও এক বার সঞ্জু স্যামসন অপরাধ করেছেন। লখনউয়ের ক্ষেত্রে পন্থ একাই দু’বার এই ভুল করেছেন।

পন্থ ছাড়া লখনউয়ের প্রথম একাদশের বাকি ক্রিকেটারেরাও শাস্তি পেয়েছেন। তালিকায় ইমপ্যাক্ট প্লেয়ারও রয়েছেন। পন্থ বাদে বাকি ১১ জন ক্রিকেটারের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। প্রথম বার মন্থর বোলিংয়ের শাস্তি শুধু অধিনায়ক পান। তবে দ্বিতীয় বার থেকে পুরো দলকেই শাস্তি দেওয়া হয়। তাই এ বার বাকিদেরও জরিমানা করা হয়েছে।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলের শুরুটা ভাল করলেও ধীরে ধীরে পিছিয়ে পড়ছে লখনউ। রবিবার মুম্বইয়ের কাছে ৫৪ রানে হেরেছে তারা। ১০ ম্যাচে পাঁচটি জিতেছেন পন্থেরা। হেরেছেন পাঁচটি। ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ছ’নম্বরে রয়েছে লখনউ। এখনও প্লে-অফে ওঠার সুযোগ তাদের রয়েছে। তবে কঠিন পরীক্ষা লখনউয়ের সামনে।

Advertisement
আরও পড়ুন