Mohammed Siraj

আশা ভোঁসলের নাতনির থেকে রাখি পরলেন সিরাজ, ধোঁয়াশা মেটালেন সম্পর্ক নিয়েও

শনিবার রাখিবন্ধন উৎসবে ভারতের প্রায় সব ক্রিকেটারই ছবি পোস্ট করেছেন। ব্যতিক্রম নন মহম্মদ সিরাজও। ইংল্যান্ড সিরিজ়ের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেখা গিয়েছে জ়নাই ভোঁসলের থেকে রাখি পরতে, সম্পর্কে যিনি গায়িকা আশা ভোঁসলের নাতনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ২২:২৬
cricket

জ়নাইয়ের থেকে রাখি পরছেন সিরাজ (বাঁ দিকে)। ছবি: সমাজমাধ্যম।

শনিবার রাখিবন্ধন উৎসবে ভারতের প্রায় সব ক্রিকেটারই ছবি পোস্ট করেছেন। ব্যতিক্রম নন মহম্মদ সিরাজও। ইংল্যান্ড সিরিজ়ের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেখা গিয়েছে জ়নাই ভোঁসলের থেকে রাখি পরতে, সম্পর্কে যিনি গায়িকা আশা ভোঁসলের নাতনি।

Advertisement

ভিডিয়ো পোস্ট করেছেন জ়নাই নিজেই। অরিজিৎ সিংহের একটা গানকে নেপথ্যে রেখে ক্যাপশনে লিখেছেন, “এর থেকে ভাল রাখি হতেই পারে না।” সেই ছবিতে ‘লাইক’ দিয়েছেন ঋষভ পন্থও।

অতীতে সিরাজের সঙ্গে জ়নাইয়ের একটি ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল, তাঁরা নাকি একে অপরকে ‘ডেট’ করছেন। তবে কিছু দিনের মধ্যেই জল্পনার অবসান হয়। সিরাজ সমাজমাধ্যমে জানান, তাঁরা একে অপরের সঙ্গে ভাই-বোনের মতো মেশেন। রাখির ছবি প্রকাশ্যে আসায় সম্পর্ক আরও স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে।

এ দিকে, ইংল্যান্ড সিরিজ়‌ে সিরাজের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ওয়াসিম আক্রম। তিনি বলেছেন, “কাজ না থাকলে খুব একটা ক্রিকেট দেখি না। তবে ওভাল টেস্টের পঞ্চম দিন আগ্রহ নিয়ে খেলা দেখতে বসেছিলাম। সিরাজ কতটা খিদে এবং আবেগ নিয়ে বল করছিল। অসাধারণ প্রয়াস। পাঁচ টেস্টে ১৮৬ ওভার বল করা এবং শেষ দিনেও ও ভাবে ভয়ঙ্কর স্পেল করা, এর জন্য অনেক শারীরিক এবং মানসিক শক্তির দরকার।”

আক্রম আরও বলেছেন, “এখন আর দলের দ্বিতীয় পছন্দের বোলার নয়। সিরাজই ভারতের বোলিংকে নেতৃত্ব দিচ্ছে। হ্যারি ব্রুকের ক্যাচ ফেলার পরেও ওর মনঃসংযোগে চিড় ধরেনি। এটাই লড়াকু ক্রিকেটারের পরিচয়।”

Advertisement
আরও পড়ুন