India vs South Africa 2025

চার বাঁচাতে গিয়ে চোট সিরাজের, গুয়াহাটিতে হারের আশঙ্কার মধ্যে নতুন উদ্বেগ ভারতীয় শিবিরে

মহম্মদ সিরাজের চোট সম্পর্কে কিছু জানানো হয়নি ভারতীয় দলের পক্ষ থেকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গুরুতর কিছু হয়নি তাঁর। বুধবার দরকারে ব্যাটও করতে পারবেন জোরে বোলার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৮:০৭
picture of Mohammed Siraj

চোট পাওয়ার পর মহম্মদ সিরাজ। ছবি: পিটিআই।

হারের আশঙ্কার মধ্যে উদ্বেগ ভারতীয় শিবিরে। মঙ্গলবার চোট পেলেন মহম্মদ সিরাজ। বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডান হাতের কনুইয়ে চোট পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ৭৫তম ওভারে এই ঘটনার পর কিছুক্ষণের জন্য মাঠ ছাড়তে হয় জোরে বোলারকে।

Advertisement

সিরাজের চোট কতটা গুরুতর, সে সম্পর্কে কিছু জানানো হয়নি ভারতীয় দলের পক্ষ থেকে। তবে মাঠ ছাড়ার সময় সিরাজের ডান হাতে অস্বস্তি বোঝা গিয়েছে। ডান হাতের কনুই ছাড়া কাঁধেও চোট পেয়েছেন তিনি। নীতীশ কুমার রেড্ডির বলে স্কোয়্যার লেগ বাউন্ডারিতে শট মারেন ট্রিস্টান স্টাবস। বাউন্ডারি বাঁচাতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে পারেননি সিরাজ। বেয়াড়া ভাবে মাটিতে পড়ে যান। সিরাজ নিজেই ডান হাত ঘুরিয়ে বোঝার চেষ্টা করেন চোট কতটা গুরুতর। ডেকে পাঠান দলের ফিজিয়োকে। তাঁর সঙ্গেই মাঠ ছাড়েন।

সিরাজের পরিবর্তে ফিল্ডিং করতে নামেন দেবদত্ত পাড়িক্কল। সিরাজকে অবশ্য বেশিক্ষণ মাঠের বাইরে থাকতে হয়নি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৭৮ত‌ম ওভারে মাঠে ফেরেন। তার পরই স্টাবসের ক্যাচ ফেলেন তিনি। সে সময় স্টাবসের রান ছিল ৮৭।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সিরাজের চোট গুরুতর নয়। তেমন হলে কয়েক মিনিট পরেই তাঁকে আবার নামানোর ঝুঁকি নিত না ভারতীয় শিবির। বুধবার দরকার হলে তাঁর ব্যাট করতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন