West Bengal Weather Update

দক্ষিণবঙ্গের শীতে পুরুলিয়া, ঝাড়গ্রামকে টেক্কা দিচ্ছে অন্য এক শহরতলি! রবিবার কত ডিগ্রিতে নামল কলকাতার পারদ

গত কয়েক বছরে শীতে পুরুলিয়া কিংবা ঝাড়গ্রামই টেক্কা দিয়েছে বাকিদের। এমনকি, উত্তরবঙ্গের কিছু জেলার চেয়েও পুরুলিয়া-ঝাড়গ্রামের তাপমাত্রা নেমে গিয়েছে একাধিক বার। এখনও সেই চেনা ঠান্ডার দেখা মেলেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:১৬
শীতের সকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। বীরভূমে।

শীতের সকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। বীরভূমে। ছবি: পিটিআই।

ডিসেম্বর মধ্যগগনে। কিন্তু এখনও চেনা শীতের দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। তাপমাত্রা কোথাও এখনও ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। এই মুহূর্তে ঝপ করে পারদ নেমে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। তবে গত কয়েক দিনের যে পরিসংখ্যান উঠে আসছে, তাতে দক্ষিণবঙ্গের শীতে পুরুলিয়া বা ঝাড়গ্রামের একচ্ছত্র আধিপত্য আর নেই। বরং ‘শীতলতম’-এর তালিকায় প্রথম স্থান দখল করছে অন্য এক শহরতলি— বীরভূমের শ্রীনিকেতন। গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যানে এই বোলপুর-শান্তিনিকেতন লাগোয়া এই শহরতলিই ছিল শীর্ষে।

Advertisement

রবিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গের মধ্যে যা সবচেয়ে কম। শনিবারও শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রিতে নেমেছিল। পুরুলিয়া তার ধারেকাছেও নেই! সেখানে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনের চেয়ে প্রায় দু’ডিগ্রি বেশি। অথচ, গত কয়েক বছরে শীতে পুরুলিয়া কিংবা ঝাড়গ্রামই টেক্কা দিয়েছে বাকিদের। এমনকি, উত্তরবঙ্গের কিছু জেলার চেয়েও পুরুলিয়া-ঝাড়গ্রামের তাপমাত্রা নেমে গিয়েছে বার বার। রাজ্যের পশ্চিমের এই দুই জেলায় এখনও সেই চেনা ঠান্ডার দেখা মেলেনি।

দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে রয়েছে। মেদিনীপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৩.৬, ব্যারাকপুরে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, দমদমে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, মগড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে পারদ নামেনি।

উত্তরবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে কম তাপমাত্রা ছিল দার্জিলিঙে, ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, কালিম্পঙে ১১ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে ৯ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ৯.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে পারদ।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ০.৩ ডিগ্রি কম। শনিবারের চেয়ে তাপমাত্রা সামান্য বেড়েছে। শনিবার শহরের পারদ নেমেছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আগামী সাত দিন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা নেই। কলকাতার আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। তবে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে কুয়াশা থাকবে কলকাতাতেও। এ ছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত, জানিয়েছে আলিপুর।

Advertisement
আরও পড়ুন