MS Dhoni

অবসরের পাঁচ বছর পর আইসিসি-র ‘হল অফ ফেম’-এ জায়গা পেলেন ধোনি, আগে ক’জন ভারতীয় এই সম্মান পেয়েছেন?

আইসিসি-র ‘হল অফ ফেম’-এর অন্তর্ভুক্ত করা হল মহেন্দ্র সিংহ ধোনিকে। সোমবার এক বিবৃতিতে আইসিসি এ কথা জানিয়েছে। এর আগে ১১ জন ভারতীয় ক্রিকেটার এই সম্মান পেয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ২৩:১১
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

আইসিসি-র ‘হল অফ ফেম’-এর অন্তর্ভুক্ত করা হল মহেন্দ্র সিংহ ধোনিকে। সোমবার এক বিবৃতিতে আইসিসি এ কথা জানিয়েছে। এর আগে ১১ জন ভারতীয় ক্রিকেটার এই সম্মান পেয়েছেন। ধোনি ছাড়াও এ দিন আরও ছয় ক্রিকেটারকে ‘হল অফ ফেম’-এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement

আইসিসি-র ‘হল অফ ফেম’-এ ইতিমধ্যেই ছিলেন ১০ জন ভারতীয় ক্রিকেটার। তার মধ্যে দু’জন মহিলা এবং আট জন পুরুষ। ২০০৯ সালে প্রথম ভারতীয় হিসাবে ‘হল অফ ফেম’-এ জায়গা পান সুনীল গাওস্কর ও বিষান সিংহ বেদী। এর পর কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিনু মাঁকড়, ডায়না এডুলজি এবং নীতু ডেভিড এই সম্মান পেয়েছেন।

আইসিসি-র ওয়েবসাইটে ধোনি বলেছেন, “হল অফ ফেমে সুযোগ পেয়ে আমি আপ্লুত। গোটা বিশ্বে প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটারেরা যে অবদান রাখে, তার স্বীকৃতি জানানো হয় এই সম্মানের মাধ্যমে। সর্বকালের সেরাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া অসাধারণ অনুভূতি। সারাজীবন এই সম্মান মনে রাখব।”

২০০৪ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল ধোনির। তিন বছর পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পান। এর পর টেস্ট এবং এক দিনের ক্রিকেটে সফল ভাবে নেতৃত্ব দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতকে দু’বার এশিয়া কাপ জিতিয়েছেন। এক দিনের ফরম্যাটে দু’বার আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।

ভারতের হয়ে ৩৫০টি এক দিনের ম্যাচ খেলে ১০,৭৭৩ রান করেছেন ধোনি। ৯০টি টেস্টে করেছেন ৪৮৭৬ রান। নেতৃত্ব দিতে গিয়ে ধোনির ঠান্ডা মাথার প্রশংসা হয়েছে সর্বত্র। রবি শাস্ত্রী এক বার বলেছিলেন, “ওর মতো ঠান্ডা মাথা কোনও দিন কারও মধ্যে দেখিনি। কোনও কিছুই ওকে প্রভাবিত করে না। বিশ্বকাপ জিতুক বা শূন্য রানে আউট হোক, ওর প্রতিক্রিয়া একই রকম থাকে।”

ধোনির সঙ্গেই আইসিসি-র ‘হল অফ ফেম’-এ জায়গা পেয়েছেন ম্যাথু হেডেন, ড্যানিয়েল ভেট্টোরি, হাশিম আমলা, গ্রেম স্মিথ, সানা মির এবং সারা টেলর।

Advertisement
আরও পড়ুন