Mumbai Indians

‘কালা-পিলা’ ট্যাক্সি চেপে সাংবাদিক বৈঠকে এলেন ঝুলন, হরমনপ্রীতেরা, চমক দিল মুম্বই

মুম্বইয়ের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই শহরের ট্যাক্সি। কালো এবং হলুদ রংয়ের জন্য যা সাধারণত মানুষের কাছে পরিচিত ‘কালা-পিলা’ ট্যাক্সি নামে। সেই ট্যাক্সিতে চেপেই সাংবাদিক বৈঠক করতে এলেন ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌরেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩০
cricket

ট্যাক্সিচালক সারিকার (মাঝে) সঙ্গে (বাঁ দিক থেকে) সাজীবন সজনা, হরমনপ্রীত কৌর, শার্লট এডওয়ার্ডস এবং ঝুলন গোস্বামী। ছবি: সমাজমাধ্যম।

কলকাতায় ধীরে ধীরে উঠে যেতে বসলেও, মুম্বইয়ের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই শহরের ট্যাক্সি। কালো এবং হলুদ রংয়ের জন্য যা সাধারণত মানুষের কাছে পরিচিত ‘কালা-পিলা’ ট্যাক্সি নামে। সেই ট্যাক্সিতে চেপেই সাংবাদিক বৈঠক করতে এলেন ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌরেরা। মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরুর আগে এ ভাবেই চমক দিল মুম্বই।

Advertisement

প্রথম মরসুমে ডব্লিউপিএল জিতেছিল মুম্বই। গত বছর এলিমিনেটর থেকেই বিদায় নেয়। এ বার ট্রফি জিততে মরিয়া দল। বুধবার মুম্বইয়ের সাংবাদিক বৈঠক ছিল। সেখানে হরমনপ্রীত, ঝুলন, সাজীবন সজনা এবং শার্লট এডওয়ার্ডসকে ট্যাক্সি চেপে আসতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

এ বার মুম্বই দলে এসেছেন তরুণ ক্রিকেটার জি কমলিনী। সঙ্গে সংস্কৃতি গুপ্তা এবং অক্ষিতা মাহেশ্বরীর মতো প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছেন। তাই ট্রফি ফেরানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

কোচ এডওয়ার্ডস বলেছেন, “প্রথম বছরে ডব্লিউপিএল জিতে অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল। গত বারও ভাল ক্রিকেট খেলেছি। আমি চাই মানুষ টিভি খুলে আমাদের খেলা দেখুক। গত বছর সেই কাজটা করতে পেরেছিলাম। উত্তেজক কিছু ম্যাচ খেলেছিলাম। কম ব্যবধানে হারাটা দুর্ভাগ্যজনক। তবে এ বার প্রত্যেকে উত্তেজিত। এই দলকে আবার সাফল্যের রাস্তায় ফেরাতে চাই।”

এই মরসুমের ডব্লিউপিএল শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। বরোদায় নবনির্মিত বিসিএ স্টেডিয়ামে। প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের মুখোমুখি হবে।

Advertisement
আরও পড়ুন