ICC Champions Trophy 2025

চোট নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ পেসারের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত ফার্গুসন

সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন লকি ফার্গুসন। অভিজ্ঞ পেসারকে না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপদে পড়বেন কিউয়িরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২
Lockie Ferguson

লকি ফার্গুসন। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত নিউ জ়িল্যান্ডের লকি ফার্গুসন। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি। অভিজ্ঞ পেসারকে না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপদে পড়বেন কিউয়িরা।

Advertisement

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আমিরশাহিতে টি-টোয়েন্টি লিগে ডেজ়ার্ট ভাইপার্সের হয়ে খেলছিলেন ফার্গুসন। সেখানে বল করতে গিয়ে তাঁর চোট লাগে। চোট কতটা গুরুতর তা দেখার জন্য স্ক্যান করা হয়। নিউ জ়িল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, “আরব আমিরশাহিতে ফার্গুসনের চোটের জায়গায় স্ক্যান করা হয়েছে। রিপোর্ট এসেছে আমাদের কাছে। দলের চিকিৎসকেরা কী বলেন সেটার অপেক্ষায় আছি। মনে হচ্ছে খুব বড় চোট নয়। তবে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ফার্গুসনকে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে কি না।”

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দল নিউ জ়িল্যান্ড ঘোষণা করেছিল, সেখানে সবচেয়ে অভিজ্ঞ পেসার হিসাবে ছিলেন ফার্গুসনই। উপমহাদেশের পিচে তাঁর বোলিং দলের অন্যতম শক্তি। দেশের হয়ে ৬৫টি এক দিনের ম্যাচে ৯৯টি উইকেট নিয়েছেন তিনি। ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৬৪টি উইকেট।

শনিবার থেকে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড একটি ত্রিদেশীয় সিরিজ় খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে এই সিরিজ় খেলবে তারা। পাকিস্তানেই হবে ম্যাচগুলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জ়িল্যান্ডের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের ম্যাচ দিয়েই এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। করাচিতে প্রথম ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ড খেলবে রাওয়ালপিণ্ডিতে (২৪ ফেব্রুয়ারি)। ভারতের বিরুদ্ধে দুবাইয়ে ২ মার্চ খেলবে তারা।

Advertisement
আরও পড়ুন