T20 Cricket

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নজির, নিউ জ়িল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় একই দলের দুই ব্যাটার রিটায়ার্ড আউট

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে তৈরি হল নতুন নজির। রান তোলার গতি বাড়ানোর জন্য দলের দুই ব্যাটারকে রিটায়ার্ড আউট করালেন কোচ। তাঁর এই কৌশলে বাঁচল দলের হারও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২৩:১৩
picture of cricket

—প্রতীকী চিত্র।

এক ইনিংসে দুই ব্যাটার রিটায়ার্ড আউট হলেন। নিউ জ়িল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে ঘটেছে এমনই অভূতপূর্ব ঘটনা। কৌশলগত কারণে টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটারদের রিটায়ার্ড আউট হওয়ার ঘটনা নতুন নয়। তবে পুরুষদের ২০ ওভারের ক্রিকেটের ইতিহাসে একই ইনিংসে দুই ব্যাটারের এ ভাবে মাঠ ছাড়ার ঘটনা এই প্রথম।

Advertisement

সুপার স্ম্যাশের ম্যাচে ভোল্টসের বিরুদ্ধে মন্থর ব্যাটিং করায় পর পর দু’ওভারে দুই ব্যাটারকে তুলে নেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের কোচ। জিত র‌্যাভেল এবং জ়েভিয়ার বেল প্রতিপক্ষ বোলারদের সামলাতে পারছিলেন না। বড় শট নিতে পারছিলেন না। ফলে ওভার প্রতি রান তোলার লক্ষ্য ক্রমশ বেড়ে যাচ্ছিল। পরিস্থিতি আয়ত্তে আনতে ইনিংসের ১৭তম ওভারে র‌্যাভেলকে তুলে নেন কোচ। তখন তাঁর রান ২৮ বলে ২৩। পরের ওভারেই আবার তুলে নেন ১৩ বলে ৯ রান করা বেলকে। পরিবর্তে মাঠে নামানো হয় বেন পোমারে এবং স্কট কুগেলেইনকে। দু’জনেই নিজেদের প্রথম বলে ছক্কা মারেন।

তাতেও অবশ্য ম্যাচ জিততে পারেনি নর্দার্ন ডিস্ট্রিক্টস। শেষ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ১৯। ওভারে প্রথম বল ‘নো’ হয়। সেই বলে দৌড়ে এক রান নেন বেল। পরের পাঁচ বলে তিনটি বলে চার মারেন কুগেলেইন। শেষ বলে দরকার ছিল ৩ রান। সেই ৩ রান করে ম্যাচ টাই করে নর্দার্ন ডিস্ট্রিক্টস। ১২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন কুগেলেইন।

এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টের একটি ম্যাচে রিটায়ার্ড আউট হন কার্লোস ব্রেথওয়েট এবং সমিত পটেল। তবে তাঁরা দু’জন দু’দলের হয়ে খেলেছিলেন সেই ম্যাচে। মহিলাদের ক্রিকেটে অবশ্য একই দলের একাধিক ব্যাটারের রিটায়ার্ড আউট হওয়ার নজির রয়েছে। ২০২৪ সালের মে মাসে কাতারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহি তাদের ১০ জন ব্যাটারকেই রিয়াটার্ড আউট করেছিল। বৃষ্টির জন্য সময় বাঁচানো এবং নেট রান রেট বাড়িয়ে নেওয়ার সেই কৌশল কাজে লাগে আমিরশাহির। ম্যাচও জেতে তারা।

Advertisement
আরও পড়ুন