Prithvi Shaw

ব্যাটে-মুখে জবাব পৃথ্বীর, পুরনো দল মুম্বইয়ের বিরুদ্ধে শতরান, প্রাক্তন সতীর্থের সঙ্গে জড়ালেন ঝামেলায়

আট বছর মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পর দল পরিবর্তন করেছেন পৃথ্বী শ। এ বার খেলছেন মহারাষ্ট্রের হয়ে। পুরনো দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই জ্বলে উঠলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৯:৫৯
picture of Prithvi Shaw

পৃথ্বী শ। ছবি: এক্স।

পুরনো দল মুম্বইয়ের বিরুদ্ধে লড়ে গেলেন পৃথ্বী শ। ব্যাট হাতে লড়াই করলেন। মুখেও জবাব দিলেন। রঞ্জি ট্রফি শুরুর আগে শতরান করে হয়তো প্রথম সুযোগেই মুম্বইকে বুঝিয়ে দিলেন, কী হাতছাড়া করেছে তারা।

Advertisement

বিশৃঙ্খলা, ফর্মে না থাকা, ফিটনেসের অভাব —গত মরসুমে পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না মুম্বই রঞ্জি দলের কোচ, নির্বাচকদের। বিরক্তিতে অবাধ্য পৃথ্বীকে একাধিক বার দল থেকে বাদ দেন তাঁরা। ক্রমে দূরত্ব এতটাই বেড়ে যায়, ওপেনিং ব্যাটার মুম্বই ছেড়ে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য নাম লিখিয়েছেন মহারাষ্ট্র ক্রিকেট সংস্থায়।

রঞ্জি ট্রফি শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই এবং মহারাষ্ট্র। সেই ম্যাচে পুরনো দলের বিরুদ্ধে শতরান করলেন পৃথ্বী। ১৪৪ বলে শতরান পূর্ণ করেন তিনি। শুধু তাই নয়, ওপেনিং জুটিতে আর্শিন কুলকার্নির সঙ্গে জুটিতে ৩০৫ রান তোলেন ২৫ বছরের ব্যাটার। ৮৪ বলে অর্ধশতরান পূর্ণ করার পর রান তোলার গতি বাড়ান পৃথ্বী। শেষ পর্যন্ত খেলেন ১৮৬ রানের ইনিংস। পৃথ্বীকে আউট করেন তাঁর প্রাক্তন সতীর্থ শামস মুলানি। মুশির খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। মুম্বইয়ের জোরে বোলার এবং স্পিনারদের সমান দক্ষতায় সামলেছেন পৃথ্বী। তাঁর ইনিংস প্রস্তুতি ম্যাচে ব্যাটফুটে ঠেলে দিয়েছে মুম্বইকে।

এই ম্যাচে প্রাক্তন সতীর্থদের সঙ্গে ঝামেলাতেও জড়িয়েছেন পৃথ্বী। আউট হয়ে সাজঘরে ফেরার সময় তাঁর উদ্দেশে কিছু বলেন মুশির। পাল্টা জবাব দেন পৃথ্বীও। দু’জনের কথা কাটাকাটি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দেখা যায়, পৃথ্বী ব্যাট উঁচিয়ে মুশিরের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁকে সামলান সতীর্থ ব্যাটার। মুম্বইয়ের অন্য ক্রিকেটারেরও ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Advertisement
আরও পড়ুন