Imad Wasim-Sannia Ashfaq Divorce

বিবাহবিচ্ছেদ পাক ক্রিকেটারের! ‘পাঁচ মাসের সন্তানকে তার বাবা কোলেই নেয়নি’, বিয়ে ভাঙার জন্য তৃতীয় পক্ষকে দায়ী করলেন স্ত্রী

বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমাদ ওয়াসিম। তিনি জানিয়েছেন, স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে দীর্ঘ দিনের সমস্যা মেটাতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৩
cricket

তখন সুখের দিন। ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক। ছবি: এক্স।

৬ বছরের বিবাহিত জীবনে ইতি। বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমাদ ওয়াসিম। তিনি জানিয়েছেন, স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে দীর্ঘ দিনের সমস্যা মেটাতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যৌথ আলোচনার মাধ্যমেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইমাদ। তবে সানিয়া অভিযোগ করেছেন ইমাদের বিরুদ্ধে। পাশাপাশি তৃতীয় পক্ষের ঢুকে পড়ার অভিযোগও করেছেন তিনি।

Advertisement

৩৭ বছরের ইমাদ সমাজমাধ্যমে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। সেখানে তিনি লেখেন, “গত কয়েক বছরে বেশ কিছু সমস্যা হয়েছে, যা মেটানো যায়নি। তাই অনেক ভেবে আমরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। সকলকে অনুরোধ, আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকবেন না। সমাজমাধ্যমে আমাদের ছবি পোস্ট করবেন না। আগামী দিনে সানিয়াকে আমার স্ত্রী বলেও উল্লেখ করবেন না।”

এই ঘটনা নিয়ে তাঁর সম্মানহানির চেষ্টা হলে তিনি আইনত ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন ইমাদ। তিনি লেখেন, “সকলকে অনুরোধ, কোনও রকমের জল্পনা বা গুজব ছড়াবেন না। যদি আমার সম্মানহানির চেষ্টা করা হয়, তা হলে আমি আইনত ব্যবস্থা নেব। স্ত্রীর সঙ্গে সম্পর্ক না থাকলেও আমার সন্তানদের কাছে আমি বাবা। তাই ওদের সব দায়িত্ব নিতে আমি তৈরি।”

সানিয়াও সমাজমাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন। তবে তিনি এ-ও উল্লেখ করেছেন যে, ইমাদ তাঁদের ছোট সন্তানকে কোলে পর্যন্ত নেননি। সানিয়া লেখেন, “খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি যে, আমার ঘর ভেঙে গেল। আমার সন্তানেরা বাবাকে পাবে না। আমি তিন সন্তানের মা। সবচেয়ে ছোট সন্তানের বয়স পাঁচ মাস। ওকে ওর বাবা কোলে পর্যন্ত নেয়নি। আমি এটা বলতে চাইনি। কিন্তু চুপ থাকলে অনেকে তাকে দুর্বলতা মনে করে।”

সানিয়া জানিয়েছেন, তিনি বিয়ে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু তৃতীয় পক্ষ ঢুকে পড়ায় সেটি সম্ভব হয়নি। সানিয়া বলেন, “অনেক দম্পতির মতো আমাদের জীবনেও সমস্যা ছিল। মা ও স্ত্রী হিসাবে আমি নিজের সংসার বাঁচানোর সব চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ল। সেই তৃতীয় পক্ষ আমার স্বামীকে বিয়ে করতে চায়। তাই আর এই সম্পর্ক টিকল না।” তৃতীয় পক্ষের নাম অবশ্য বলেননি সানিয়া।

পাকিস্তানের হয়ে ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছেন ইমাদ। এই বাঁহাতি অলরাউন্ডার জাতীয় দলের হয়ে ৫৫ এক দিনের ম্যাচ ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন। এক দিনের কেরিয়ারে ৯৮৬ রান করেছেন তিনি। নিয়েছেন ৪৪ উইকেট। টি-টোয়েন্টিতে করেছেন ৫৫৪ রান। নিয়েছেন ৭৩ উইকেট। এক বার অবসর নিয়েও তা ভেঙে পাকিস্তান দলে ফিরেছিলেন ইমাদ। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন তিনি। পরে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর দ্বিতীয় বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

Advertisement
আরও পড়ুন