Ali Raza

দাঁড়িয়ে দাঁড়িয়ে রান আউট পাক ব্যাটার আলি রাজ়া! ছোটদের বিশ্বকাপে বিতর্ক, রহস্য

দলের হার বাঁচানোর চেষ্টাই করলেন না আলি রাজ়া। ১১ নম্বরে ব্যাট করতে নেমে রান আউট হলেন অকারণে ক্রিজ়ের বাইরে গিয়ে। পাক ক্রিকেটারের অদ্ভুত ভাবে আউট হওয়ার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৪:৪১
picture of cricket

আলি রাজ়ার বিতর্কিত রান আউট হওয়ার সেই মুহূর্ত। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছোটদের বিশ্বকাপে অদ্ভুত ভাবে নিজেই আউট হয়ে গেলেন পাকিস্তানের এক ব্যাটার। ফিল্ডার বল ছুড়ে উইকেটরক্ষকের কাছে পাঠাচ্ছে দেখেও ক্রিজ় ছেড়ে বেরিয়ে যান আলি রাজ়া। তিনি ক্রিজ়ের ভিতরে ঢোকার আগেই উইকেট ভেঙে দিয়ে রান আউট করে দেন ইংল্যান্ডের উইকেটরক্ষক থমাস রিউ।

Advertisement

ছোটদের বিশ্বকাপে শুক্রবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং পাকিস্তান। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪৬.৫ ওভারে করে ২১০ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ১৭৩ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ইংল্যান্ড ৩৭ রানে জিতলেও ম্যাচের পর আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের ১১ নম্বর ব্যাটার রাজ়া। তাঁর ৩ বলে ১ রানের ইনিংস শেষ হয় অদ্ভূত ভাবে। রাজ়ার আউট ঘিরে তৈরি হয়েছে রহস্য।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষ বলে। বল করছিলেন ইংল্যান্ডের ম্যানি লুমসডেন। তাঁর প্রথম দু’টি বলে রান নিতে পারেননি পাকিস্তানের মোমিন কামার। তৃতীয় বলে তিনি ১ রান নিয়ে ২২ গজের অন্য প্রান্তে চলে যান। নন স্ট্রাইকার প্রান্ত থেকে স্ট্রাইকিং প্রান্তে চলে আসেন রাজ়া। প্রথম রান নেওয়া শেষ হওয়ার সময়ই ইংল্যান্ডের বেন মায়েস বল ধরে উইকেটরক্ষকের দিকে ছুড়ে দেন। দ্বিতীয় রান নেওয়ার সুযোগ ছিল না পাকিস্তানের। মোমিন বা রাজ়া কেউ রান নেওয়ার চেষ্টাও করেননি। তা-ও হঠাৎ ক্রিজ়ের বাইরে চলে যান রাজ়া। বল উইকেটরক্ষক রিউয়ের কাছে আসছে দেখেও ক্রিজ়ের তিন-চার পা বাইরে দাঁড়িয়ে থাকেন। রিউ বল পেয়ে উইকেট ভেঙে দেন। রাজ়া শেষ মুহূর্তে ক্রিজ়ে ঢোকার চেষ্টা করলেও লাভ হয়নি। রান আউট হয়ে যান তিনি। বিশ্বকাপের ম্যাচে তাঁর এ ভাবে আউট হওয়ার ধরন দেখে প্রশ্ন উঠেছে। হারের মুখে দাঁড়িয়ে প্রতিরোধের কোনও চেষ্টা না করে রাজ়ার ‘ইচ্ছাকৃত’ আউট হওয়ার নেপথ্যে অন্য কারণ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশের।

6ম্যাচে ইংল্যান্ডের হয়ে ভাল রান করেন ক্যালেব ফ্যালকোনর। ৩টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৭৩ বলে ৬৬ রান করেন তিনি। এ ছাড়া ৩৮ বলে ৩৩ রান ওপেনার বেন ডকিন্সের। পাকিস্তানের সফলতম বোলার আহমেদ হোসেন ৩৮ রানে ৩ উইকেট নেন। ২৪ রানে ২ উইকেট নেন আব্দুল সুভান। বল হাতে ৩৬ রানে ২ উইকেট রাজ়ার। জবাবে পাকিস্তানের হয়ে কিছুটা লড়াই করেন অধিনায়ক ফারহান ইউসুফ। ৮৬ বলে ৩টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৬৫ রান করেন। ইংল্যান্ডের সফলতম বোলার অ্যালেক্স গ্রিন ২১ রানে ২ উইকেট নেন। এ ছাড়া জেমস মিন্টো এবং র‌্যালফি অ্যালবার্টের ২৩ রানে ২ উইকেট।

Advertisement
আরও পড়ুন