ICC T20 World Cup 2026

বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান! নকভির হুমকিতে কি জোর নেই, উঠছে প্রশ্ন

এখন পাকিস্তান দল নিজেদের দেশে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। জানা যাচ্ছে, সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গেই কলম্বোয় পৌঁছোবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১১:২৫
PCB Chairman Mohsin Naqvi

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান না-ও খেলতে পারে বলে মহসিন নকভি যে হুমকি দিয়েছেন, তাতে কতটা জোর আছে, তা নিয়ে এ বার প্রশ্ন উঠতে পারে। কারণ, ইতিমধ্যেই পাক দলের জন্য নাকি কলম্বোর বিমানের টিকিট বুক করা হয়ে গিয়েছে। যা ইঙ্গিত দিচ্ছে যে, পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে যাচ্ছে না।

Advertisement

এখন পাকিস্তান দল নিজেদের দেশে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। ‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর একটি প্রতিবেদন অনুসারে, সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গেই কলম্বোয় পৌঁছোবে।

এর আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে পিসিবি প্রধান বলেছিলেন, তাঁরাও বিশ্বকাপ বয়কট করতে পারেন। তাঁর বক্তব্য ছিল, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পাক সরকার নেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে নকভির বৈঠকও হয়। সেই বৈঠকের পর নকভি জানান, আগামী শুক্রবার বা সোমবার সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু পাক সরকার সিদ্ধান্ত জানানোর আগেই বিমানের টিকিট কাটার খবর প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, বিশ্বকাপ বয়কট করার ব্যাপারে নিজের দেশ থেকেই খুব একটা সমর্থন পাচ্ছেন না নকভি। রাষ্ট্রপতি আসিফ জারদারি, সামরিক বাহিনী এবং পিসিবির প্রাক্তন দুই চেয়ারম্যান নাজম শেঠি ও রামিজ রাজার পরামর্শ নাকি নিয়েছেন নকভি। তাঁরা প্রত্যেকেই পাকিস্তানকে বিশ্বকাপে খেলতে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। এমনকি ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট না করার পরামর্শও দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন