Salman Agha on Loss Against India

পিঠ বাঁচাতে সলমনের নিশানায় আম্পায়ার! ভারতের কাছে হারের জন্য পাকিস্তান বোর্ডকেও দায়ী করলেন পাক অধিনায়ক

ভারতের কাছে হারের পর শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের অজুহাতের খেলা। অধিনায়ক সলমন আলি আঘা আঙুল তুলেছেন আম্পায়ারের দিকে। নিজের দেশের বোর্ডকেও দায়ী করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৬
cricket

সলমন আলি আঘা। —ফাইল চিত্র।

এক সপ্তাহের ব্যবধানে ভারতের কাছে দু’টি ম্যাচ হেরেছে পাকিস্তান। এশিয়া কাপে জোড়া হারের পর শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের অজুহাতের খেলা। অধিনায়ক সলমন আলি আঘা আঙুল তুলেছেন আম্পায়ারের দিকে। নিজের দেশের বোর্ডকেও দায়ী করেছেন তিনি। প্রশ্ন উঠছে, নিজের পিঠ বাঁচাতেই কি অন্যদের দিকে আঙুল তুলছেন পাকিস্তানের অধিনায়ক?

Advertisement

পাকিস্তানের ব্যাটার ফখর জ়মানের উইকেট ঘিরে বিতর্ক হয়েছে। হার্দিক পাণ্ড্যের বল ফখরের ব্যাটের কানায় লেগে উইকেটের পিছনে যায়। সঞ্জু স্যামসন ক্যাচ ধরলেও তার আগে বল মাটিতে পড়েছে কি না তা নিয়ে সন্দেহ ছিল। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউট দেন। পাকিস্তানের ধারাভাষ্যকারেরা সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। একই কথা শোনা গিয়েছে সলমনের মুখে। খেলা শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আম্পায়ারের ভুল হতেই পারে। আমার মতে, বল আগে মাটিতে পড়েছিল। আম্পায়ারের ভুলের খেসারত আমাদের দিতে হল। তবে আমি ভুলও হতে পারি।”

চলতি বছর মে মাসে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেই ২০০-র বেশি রান করেছিল পাকিস্তান। কিন্তু এশিয়া কাপ তার ধারেকাছেও যাচ্ছে না তারা। পাকিস্তানের মাঠের উইকেটকে দায়ী করেছেন সলমন। তিনি বলেন, “লাহোরের মাঠে গড় রান ২০০। কিন্তু তার পর বাংলাদেশ, আমেরিকা, শারজা ও দুবাইয়ের পিচে অত রান করতে পারছি না। কারণ, এখানকার পিচ অন্য রকম। এখানে ২০০ হবে না। এই পরিস্থিতিকে আমাদের সম্মান দিতে হবে।”

সলমনের মতে, পাটা উইকেট না করে নিজেদের দেশেও যদি তাঁরা একটু কঠিন উইকেট পেতেন, তা হলে বড় প্রতিযোগিতায় তাঁদের সুবিধা হত। তিনি বলেন, “আমাদের দেশের মাটিতে ভাল উইকেট দেওয়া উচিত। নইলে আর কী লাভ? ওখানে রান করছি। বাইরে গিয়ে সমস্যা হচ্ছে। বিশ্বের বাকি সব দেশের থেকে আমাদের পিচ আলাদা হচ্ছে। এতে আমরাই সমস্যায় পড়ছি।”

সলমনের কথা থেকে স্পষ্ট, দেশের মাটিতেও ভাল উইকেট চাইছেন তিনি। কিন্তু কোনও দেশে কেমন উইকেট হবে সেটা তো সেই দেশের বোর্ডের পিচ কমিটি ঠিক করে। তবে কি ভারতের কাছে হারের জন্য সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই দায়ী করলেন সলমন? এমনটাই জল্পনা শুরু হয়েছে।

রবিবার সুপার ফোরের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে সাত বল বাকি থাকতে সেই রান তুলে নেয় ভারত। ৬ উইকেটে জেতে তারা। অভিষেক শর্মা ও শুভমন গিলের ওপেনিং জুটির কোনও জবাব পাকিস্তানের বোলারদের কাছে ছিল না। ম্যাচ হারার পর আবার পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে অধিনায়ক সলমনকে নিয়েও। এই পরিস্থিতিতে পিঠ বাঁচাতে কি অজুহাতের খেলা শুরু করলেন সলমন?

Advertisement
আরও পড়ুন