Rashid Khan

এশিয়া কাপের আগে প্রিয়জনকে হারালেন রশিদ, পাক ক্রিকেটারদের পাশে পেলেন আফগান অধিনায়ক

এশিয়া কাপের আগে রশিদ খানের পরিবারে দুঃসংবাদ। তাঁর দাদার মৃত্যু হয়েছে। এই দুঃখের সময়ে সতীর্থ ও প্রতিপক্ষ ক্রিকেটারদের পাশে পেয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ২১:৫৮
cricket

রশিদ খান। —ফাইল চিত্র।

সামনেই এশিয়া কাপ। তার আগে রশিদ খানের পরিবারে দুঃসংবাদ। তাঁর দাদা হাজি আব্দুল হালিম শিনওয়ারির মৃত্যু হয়েছে। এই দুঃখের সময়ে সতীর্থ ক্রিকেটারদের পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটারদের পাশে পেয়েছেন আফগানিস্তানের অধিনায়ক।

Advertisement

এশিয়া কাপের আগে শারজায় একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলছে আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি। প্রতিযোগিতা চলাকালীনই দাদার মৃত্যুসংবাদ পেয়েছেন রশিদ। কিন্তু দল ছেড়ে ফেরেননি তিনি। খেলাকে বেশি প্রাধান্য দিয়েছেন আফগান অধিনায়ক।

রশিদের দাদার মৃত্যুর কথা সমাজমাধ্যমে জানিয়েছেন আফগানিস্তানের কয়েক জন ক্রিকেটার। তাঁরা হাজির আত্মার শান্তি কামনা করেছেন। তার পরেই দেখা যায়, হোটেলে রশিদের সঙ্গে দেখা করছেন পাক ক্রিকেটারেরা। রশিদকে জড়িয়ে ধরছেন শাহিন শাহ আফ্রিদিরা। এই কঠিন সময়ে প্রতিপক্ষ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। পাক ক্রিকেটারদের এই কাজের প্রশংসা করেছেন অনেকে।

ত্রিদেশীয় সিরিজ়ের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ১৪৩ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। ৩৯ রানে জেতে পাকিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রশিদ। সেই ম্যাচের পরেই হোটেলে গিয়ে রশিদকে সান্ত্বনা দেন পাক ক্রিকেটারেরা।

৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু এশিয়া কাপ। সেখানে অবশ্য পাকিস্তান ও আমিরশাহির সঙ্গে আফগানিস্তান এক গ্রুপে নেই। রশিদদের গ্রুপ রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। কঠিন গ্রুপ আফগানিস্তানের। সেই কারণেই আগে থেকে প্রস্তুতি শুরু করেছে আফগানেরা। তার মাঝেই দাদার মৃত্যুর খবর পেয়েছেন রশিদ।

Advertisement
আরও পড়ুন