Babar Azam

পাক ক্রিকেটে বিতর্ক চলছেই! বাবরকে নিয়ে দু’বছর আগে করা মন্তব্যের জন‍্য ক্ষমা চাইতে হল হাসান আলিকে

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন হাসান আলি। পাকিস্তান সুপার লিগে খেলতে ব্যস্ত পেসার। সেই প্রতিযোগিতার মাঝেই ক্ষমা চাইলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২১:৫০
Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

বাবর আজ়মকে নিয়ে মন্তব্য করেছিলেন ২০২৩ সালে। সেই মন্তব্যের জন্য দু’বছর পর ক্ষমা চাইলেন হাসান আলি। পাকিস্তান সুপার লিগে খেলতে ব্যস্ত পেসার আলি। সেই প্রতিযোগিতার মাঝেই ক্ষমা চাইলেন তিনি।

Advertisement

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের সময় বাবরকে ‘কিং’ অর্থাৎ রাজা বলে সম্বোধন করেছিলেন হাসান। বলেছিলেন, “রাজা করে নেবে।” তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন, বাকিরা রান না পেলেও বাবর ঠিক রান করে নেবেন। কিন্তু বাবর আর রান পাননি। ধারাবাহিক ভাবে ব‍্যর্থ তিনি। পাকিস্তান সুপার লিগে এক সাংবাদিক বৈঠকে সেই বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন হাসান। তিনি বলেন, “লোকে যদি এখন মনে করে ‘রাজা করতে পারবে না’ বললে বাবর রানে ফিরবে, তা হলে আমি সেটা বলতে রাজি। অতীতে আমি বলেছিলাম, ‘রাজা করে নেবে’। তার পর অনেক কিছু হয়েছিল। মানুষ অনেক কথা বলেছে। কেউ যদি মনে করেন, ‘রাজা করে নেবে’ বলে আমি ভুল করেছিলাম, তা হলে ক্ষমা চাইছি। কিন্তু আমার বক্তব্য একই থাকবে। বাবর সেরা। ও রানে ফিরবেই। সকলেরই খারাপ সময় আসে।”

করাচি কিংসের হয়ে খেলেন হাসান। প্রথম দু’ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন। লাহোর কালান্দার্সের বিরুদ্ধে নেন চার উইকেট। ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ২৭ রানও করেন। যদিও দলকে জেতাতে পারেননি। লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে হাসানের দল। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামবে করাচি।

Advertisement
আরও পড়ুন