Pakistan Super League

আইপিএলের দেখাদেখি পাকিস্তান সুপার লিগও শুরু করার তোড়জোড়, বিদেশি ক্রিকেটারেরা না-ও খেলতে পারেন

চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে আইপিএল। তার দেখাদেখি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালু করে দেওয়ারও তোড়জোড় শুরু হল। এখনকার পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো বিদেশি ক্রিকেটারেরা খেলবেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৯:২০
cricket

পাকিস্তান সুপার লিগের ট্রফি। — ফাইল চিত্র।

চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে আইপিএল। তার দেখাদেখি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালু করে দেওয়ারও তোড়জোড় শুরু হল। এখনকার পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো বিদেশি ক্রিকেটারেরা খেলবেন না। তাঁদের ছাড়াই লিগ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

গত ৭ মে বন্ধ করে দেওয়া হয়েছিল পিএসএল। ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির পর আবার ক্রিকেট শুরু হতে চলেছে। আইপিএলের মতো পিএসএল কর্তৃপক্ষেরও আশা, ১৬ মে লিগ শুরু করতে পারবেন।

সংবাদ সংস্থাকে পাক বোর্ডের এক সূত্র বলেছেন, “ফাইনাল নিয়ে আমাদের আর আটটা ম্যাচ বাকি। তাই ১৫-১৬ মে-র মধ্যে শুরু করে দিতে সমস্যা নেই। বিদেশি নিয়ে বা বিদেশি ছাড়াই লিগ শুরু হতে পারে। দ্রুত লিগ শেষ করাই লক্ষ্য।”

পিএসএলের দলগুলি ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কারা ফিরতে ইচ্ছুক তার তালিকা তৈরি হচ্ছে। ক্রিকেটারেরা চাইলে তবেই পাকিস্তানে ফিরতে পারেন। তাঁদের জোর করা হবে না।

পিএসএল শেষ হলে বাংলাদেশ সিরিজ়‌ও হওয়ার কথা। সেটি কি হবে? ওই সূত্র বলেছেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রয়েছে। দু’পক্ষ আপাতত পরিস্থিতি খতিয়ে দেখছে। সব কিছু স্বাভাবিক হয়ে গেলে সিরিজ় আয়োজন করতে কোনও অসুবিধা নেই।”

উল্লেখ্য, পাকিস্তানের পরিস্থিতি দেখে বিদেশি ক্রিকেটারেরা খুব ভয় পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন। দুবাই পৌঁছে তিনি বলেছিলেন, “স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড উইজ়া, টম কারেনের মতো বিদেশিরা খুব ভয় পেয়েছিল। দুবাইয়ে পৌঁছে মিচেল বলেই দিয়েছে, আর কোনও দিন পাকিস্তানে খেলতে যাবে না। বিশেষ করে এ ধরনের পরিস্থিতি থাকলে।”

Advertisement
আরও পড়ুন