Pakistan Cricket

পরিচারিকাকে ধর্ষণ, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল কাদিরের ছেলে লাহোর পুলিশের জালে

আব্দুল কাদিরের চার ছেলের অন্যতম সুলেমান কাদিরও প্রাক্তন ক্রিকেটার। ২৬টি প্রথম শ্রেণির এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বাড়ির পরিচারিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:১৭
picture of cricket

আব্দুল কাদির। ছবি: এক্স।

ধর্ষণে অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল কাদিরের ছেলে সুলেমান কাদির। বাড়ির পরিচারিকা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে সুলেমানকে আটক করেছে পুলিশ।

Advertisement

প্রয়াত স্পিনারের চার ছেলের অন্যতম সুলেমান। অভিযোগ, লাহোরের কাছে বাগানবাড়িতে পরিচারিকাকে যৌন হেনস্থা এবং ধর্ষণ করেছেন সুলেমান। গত ২৩ জানুয়ারি তাঁর বিরুদ্ধে এফআইআর করেন নির্যাতিতা। পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, প্রতি দিন সকাল ১১টায় সুলেমানের বাড়িতে কাজ করতে যান তিনি। বিকাল ৫টা পর্যন্ত সেখানে থাকেন। ২২ জানুয়ারি সন্ধ্যায় সুলেমান ফোন করে পরের দিন সকালে যেতে বলেন। বাগান বাড়িতে কিছু কাজ আছে বলে জানান। ২৩ জানুয়ারি সকাল ১০টার সময় সুলেমান নিজের গাড়ি করে নির্যাতিতাকে বাগান বাড়িতে নিয়ে যান। তার পর একসঙ্গে পরিষ্কার করার অছিলায় যৌন হেনস্থা এবং ধর্ষণ করেন সুলেমান। উল্লেখ্য, আব্দুল কাদির ক্রিকেট অ্যাকাডেমির কাছেই বাগান বাড়িটি।

পরের দিনই লাহোরের বারকি থানায় অভিযোগ জানান নির্যাতিতা। পুলিশ দ্রুত পদক্ষেপ করে। সুলেমানকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তদন্তকারীরা। সুলেমান নিজেও এক জন প্রাক্তন ক্রিকেটার। ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।

লেগ স্পিনকে শিল্পের পর্যায় নিয়ে যাওয়া কাদির পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট এবং ১০৪টি এক দিনের ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে তাঁর মৃত্যু হয়।

Advertisement
আরও পড়ুন