Asia Cup 2025

ধোনি, কোহলিকে ঢাল করে পার পেতে চাইছেন ফারহান! ‘ওঁরাও তো এরকম করেছেন’, শাস্তির শুনানিতে বলে বসলেন পাক ব্যাটার

সাহিবজ়াদা ফারহান এবং হ্যারিস রউফের শুনানিতে ছিলেন আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। প্রথম ভারত-পাক ম্যাচে করমর্দন বিতর্কে পাইক্রফ্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল পিসিবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৩
Picture of Sahibzada Farhan

সাহিবজ়াদা ফারহান। —ফাইল চিত্র।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করে ‘গানশট’ উচ্ছ্বাস করেছিলেন পাকিস্তানের সাহিবজ়াদা ফারহান। তাঁর উচ্ছ্বাসের ধরন নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। বিষয়টি ভাল ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অভিযোগ জানায় বিসিসিআই। ফারহান একাধিক উদাহরণ দিয়ে দাবি করেছেন, তিনি কোনও রাজনৈতিক বার্তা দিতে চাননি।

Advertisement

বিসিসিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে ফারহানের কাছে তাঁর আচরণের ব্যাখ্যা চায় আইসিসি। শুনানিতে পাক ব্যাটার দাবি করেছেন, দুবাইয়ে ভারতের বিরুদ্ধে অর্ধশতরানের পর উচ্ছ্বাসের ধরন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে। তার মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি বলেছেন, অতীতে মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলিও ‘গানশট’ উচ্ছ্বাস করেছেন। বিভিন্ন সময় আরও অনেকে এ ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ধরনের উচ্ছ্বাস ক্রিকেট সংস্কৃতিতে রয়েছে। তিনি আলাদা কিছু করেননি। কোনও রাজনৈতিক বার্তা দিতে চাননি।

পাকিস্তানের জোরে বোলার হ্যারিস রউফের বিরুদ্ধেও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে বিসিসিআই। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময় তিনি অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত করেছিলেন। পাক বোলারের সেই আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয়।

পাকিস্তানের দুই ক্রিকেটারেরই শুনানি হয়েছে আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের সামনে। এশিয়া কাপের প্রথম ভারত-পাক ম্যাচে করমর্দন বিতর্কে পাইক্রফ্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাইক্রফ্টকে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায় তারা। যদিও আইসিসি সেই দাবি মানেনি। পরে পাইক্রফ্ট শুধু ভুল বোঝাবুঝির জন্য পাকিস্তান দলের কাছে দুঃখপ্রকাশ করেন। বিতর্কিত আচরণের জন্য ফারহান এবং রউফের শাস্তি হবে কি না, তা ঠিক করবেন জ়িম্বাবোয়ের ম্যাচ রেফারিই।

Advertisement
আরও পড়ুন