ICC T20 World Cup 2026

বিশ্বকাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা কি কমছে? দলঘোষণা মানেই খেলা নয়, সলমনদের ডেকে জানিয়ে দিলেন নকভি

ভারতে খেলতে না চাওয়ায় ইতিমধ্যেই বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। এ বার কি সেই পথে হাঁটতে চলেছে পাকিস্তান? ইঙ্গিত তেমনই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১১:৫৮
cricket

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে জল্পনার মাঝেই ১৫ জনের দল ঘোষণা করে দেওয়া হয়েছে। অনেকেই ভেবেছিলেন, দল ঘোষণা করে দেওয়ার অর্থ পাকিস্তান খেলবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট করে দিয়েছেন, দলঘোষণা মানেই খেলা নয়। তাঁরা খেলবেন কি না তা নিয়ে এখনও সংশয় রয়েছে।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, রবিবার বিশ্বকাপের দল ঘোষণা করার পর ক্রিকেটারদের ডেকেছিলেন নকভি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার যে সিদ্ধান্ত আইসিসি নিয়েছে, তার ফলে কী কী হতে পারে, সেই বিষয়ে বিশদ জানিয়েছেন তিনি। নকভি ক্রিকেটারদের জানিয়েছেন, পাকিস্তান সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন তিনি। পাকিস্তান খেলবে কি না, সেই সিদ্ধান্ত দেশের সরকার নেবে।

নকভির মুখে এ কথা শুনে ক্রিকেটারেরা তাঁকে সমর্থন করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “ক্রিকেটারেরা বলেছে, সরকার ও বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা তারা মেনে চলবে। সরকার ও বোর্ডের পাশে রয়েছে ক্রিকেটারেরা।” নকভি বৈঠকে বলেন, “দল ঘোষণা করে দেওয়া হয়েছে মানেই বিশ্বকাপে আমরা খেলতে যাব, তা নয়। আমরা সরকারের নির্দেশের অপেক্ষা করছি। সরকার যা বলবে সেটাই হবে। যদি সরকার আমাদের বিশ্বকাপ খেলতে যেতে নিষেধ করে, আমরা সেটাই করব।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে আইসিসির বিতর্কে বরাবর বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশ জানিয়েছিল, নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসতে চাইছে না তারা। নকভি বাংলাদেশের সেই দাবিকে সমর্থন করেছিলেন। এমনকি, একটা সময় তিনি প্রস্তাব দিয়েছিলেন, আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচগুলি পাকিস্তানে আয়োজন করতে পারে। ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর প্রশ্নে ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশকে সমর্থন করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছিল, আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরায় তা হলে তারাও বিশ্বকাপ বয়কট করতে পারে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। এখন কি হুঁশিয়ারি মেনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে? সেই জল্পনা চলছে।

পাকিস্তানের এখন উভয়সঙ্কটে পড়েছে। যদি তারা বিশ্বকাপে খেলে, তা হলে প্রমাণ হয়ে যাবে, বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলেও শেষপর্যন্ত পিছু হটেছে তারা। আর যদি পাকিস্তান না খেলে, তা হলে কড়া শাস্তি পেতে হতে পারে তাদের। নির্বাসনের মুখে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেটকে। এই পরিস্থিতিতে তারা কী সিদ্ধান্ত নেবে সে দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি সিরিজ় রয়েছে পাকিস্তানের। বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় থাকলেও সেই সিরিজ় সূচি মেনেই হবে বলে জানিয়েছেন নকভি। পাকিস্তানের ক্রিকেটারদের সেই মতো তৈরি হতে বলেছেন তিনি। সব মিলিয়ে পাকিস্তানের বিশ্বকাপে খেলা এখনও ধোঁয়াশায় রয়েছে।

Advertisement
আরও পড়ুন