জিকেসিআইইটি। ছবি: সংগৃহীত।
ইতিমধ্যেই ২০২৫ সালের জিলেট (জয়েন্ট এন্ট্রান্স ল্যাটরাল এন্ট্রি টেস্ট)-এর মাধ্যমে বিভিন্ন কলেজের ভর্তি। ভর্তির কাউন্সেলিংয়ের আয়োজন করেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)। কেন্দ্রীভূত কাউন্সেলিং শেষেও শূন্য আসন পূরণ হয়নি মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-তে। ঘোষণা করা হয়েছে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার।
কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট এই প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা নানা বিষয়ে বিটেক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পড়তে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মোট আসনসংখ্যা ৪৩।
বিভিন্ন বিষয়ে বিটেক-এর সুযোগ মিলবে ২০২৫ সালে জিলেট-এ প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতে। পাশাপাশি, যে কোনও বিষয়ে ডিপ্লোমা বা বিএসসি-তে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৭ বছর।
আগামী ২৮ জানুয়ারি প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। আগ্রহীদের আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে সেখানে বেলা ১টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।