PSL postponed

পাকিস্তানের পাশে দাঁড়াল না আমিরশাহি, প্রধানমন্ত্রী শাহবাজ়ের নির্দেশে স্থগিত পাকিস্তান সুপার লিগ

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পিএসএল সংযুক্ত আরব আমিরশাহিতে হবে বলে জানানো হয়েছিল। তা আয়োজনে রাজি হয়নি আমিরশাহি। তার পরেই পাকিস্তান বোর্ড জানাল, প্রধানমন্ত্রী শাহবাজ়‌ শরিফের নির্দেশে পিএসএল স্থগিত করে দেওয়া হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ২৩:০১
cricket

পাকিস্তান সুপার লিগের ট্রফি। — ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে হবে বলে জানানো হয়েছিল। তবে সেই ম্যাচ আয়োজন করতে রাজি হয়নি আমিরশাহি ক্রিকেট সংস্থা। তার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিল, প্রধানমন্ত্রী শাহবাজ়‌ শরিফের নির্দেশে পিএসএল স্থগিত করে দেওয়া হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার পিসিবি আমিরশাহিকে অনুরোধ করেছিল যাতে পিএসএলের বাকি ম্যাচগুলি আমিরশাহিতে আয়োজনের অনুমতি দেওয়া হয়। সরকারি ভাবে তা ঘোষণাও করে দেওয়া হয়েছিল। তবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে আমিরশাহি পিএসএল আয়োজন করতে রাজি হয়নি।

আমিরশাহি বোর্ডের এক সূত্র বলেছেন, “গত কয়েক বছরে বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়েছে। ২০২১ সালে করোনার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলেও তা আমিরশাহিতে হয়েছে বিসিসিআইয়ের অনুরোধে। আইপিএল হয়েছে। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ খেলেছে দুবাইয়ে। তাই এই মুহূর্তে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমিরশাহিতে দক্ষিণ এশীয়দের মধ্যে ক্রিকেট খুব জনপ্রিয়। কিন্তু এই পরিস্থিতিতে পিএসএল আয়োজন করলে তা সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে। নিরাপত্তার ঝুঁকি ছাড়াও দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হতে পারে।”

শুক্রবার রাতে পাক বোর্ড জানিয়েছে, পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী শরিফের নির্দেশেই এই সিদ্ধান্ত। ক্রিকেটের বদলে এই মুহূর্তে দেশের পাশে থাকাই অগ্রাধিকার বলে তারা মনে করছে।

Advertisement
আরও পড়ুন