IPL 2025

‘ম্যাচের সময় আমার পাশে এসে বসো’, পন্টিংয়ের প্রস্তাব পঞ্জাব মালকিন প্রীতিকে

পন্টিংয়ের পরিবর্তন দেখে অবাক প্রীতি জ়িন্টা। পঞ্জাব কিংসের কোচ এবং অন্যতম মালিকের এক কথোপকথনে সেটাই প্রকাশ্যে এসেছে। সেখানেই প্রীতিকে ম্যাচের সময় পাশে বসার প্রস্তাব দিয়েছেন পন্টিং।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৬:৫৮
Ricky Ponting and Preity Zinta

রিকি পন্টিং এবং প্রীতি জ়িন্টা। —ফাইল চিত্র।

ক্রিকেটার রিকি পন্টিংয়ের আগ্রাসনের সঙ্গে পরিচিত ছিল বিশ্ব। কিন্তু কোচ পন্টিং এখন অনেক শান্ত। তাঁর এই পরিবর্তন দেখে অবাক প্রীতি জ়িন্টা। পঞ্জাব কিংসের কোচ এবং অন্যতম মালিকের এক কথোপকথনে সেটাই প্রকাশ্যে এসেছে। সেখানেই প্রীতিকে ম্যাচের সময় পাশে বসার প্রস্তাব দিয়েছেন পন্টিং।

Advertisement

পঞ্জাব কিংস আয়োজিত একটি পডকাস্টে প্রীতি বলেন, “এক জন মানুষ যে মাঠে প্রচণ্ড আগ্রাসী, কিন্তু মাঠের বাইরে শান্ত। এটা কেমন করে সম্ভব?” উত্তরে পন্টিং বলেন, “তোমার উচিত ম্যাচের সময় আমার পাশে এসে বসা। তা হলেই বুঝবে আমি মাঠের বাইরে সব সময় শান্ত নই। আমি এক জন আগ্রাসী মানুষ। বিশেষ করে যেখানে ক্রিকেট জড়িত।”

এ বারের আইপিএলে ফাইনালে উঠেছিল পঞ্জাব কিংস। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে যায় তারা। ১১ বছর পর আইপিএলের ফাইনালে উঠেছিল পঞ্জাব। পন্টিং সেই দলের কোচ। তিনি ক্রিকেটের বাইরে মানুষ হিসাবে কেমন, সেই বিষয়ে বলেন। পন্টিং বলেন, “ক্রিকেটের বাইরে আমি কফি নিয়ে আড্ডায় মারি। সেখানে বিভিন্ন বিষয়ে কথা হয়, হাসি, মজা হয়। কিন্তু ক্রিকেটে আমার কাজ এক জনের মধ্যে থেকে সেরাটা বার করে আনা। সেখানে আমি সময় নষ্ট করি না। আমি কখনও সেরা কোচ হওয়ার চেষ্টা করি না। আমি চেষ্টা করি আমার প্রশিক্ষণে যেন, সেরা ক্রিকেটার তৈরি হয়।”

এই বছর ফাইনালে হারলেও হাল ছাড়তে রাজি নয় পঞ্জাব কিংস। আগামী বছর আইপিএলে আবার ভাল ফলের আশা করছেন পন্টিংরা।

Advertisement
আরও পড়ুন