Yuzvendra Chahal and RJ Mahvash

চহলের ‘প্রেমিকা’ আইপিএলের মঞ্চে! ক্রিকেটারের জন্য গলা ফাটাতে মাঠে মহওয়াশ

তবে কি সত্যিই প্রেম করছেন যুজবেন্দ্র চহল ও আরজে মহওয়াশ? আইপিএলে পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন মহওয়াশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৫:০২
cricket

আরজে মহওয়াশ (বাঁ দিকে) ও যুজবেন্দ্র চহল। —ফাইল চিত্র।

ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার আগেই নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল যুজবেন্দ্র চহলের। নেটপ্রভাবী আরজে মহওয়াশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই গুঞ্জন আরও বাড়ল। এ বার আইপিএলের মঞ্চেও দেখা গেল মহওয়াশকে। মঙ্গলবার চণ্ডীগড়ের মাঠে পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন মহওয়াশ। চহলের দলের জন্য গলাও ফাটান তিনি।

Advertisement

মঙ্গলবার স্টেডিয়াম থেকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মহওয়াশ লেখেন, “এগিয়ে চলো পঞ্জাব। তোমরা হারো বা জেতো, তোমরাই তারকা। এগিয়ে চলো।” এ বারের আইপিএলের আগে নিলামে ১৮ কোটি টাকায় চহলকে কিনেছে পঞ্জাব। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার তিনি। মহওয়াশের এই পোস্টের পর থেকে তাঁর ও চহলের সম্পর্কের গুঞ্জন নতুন করে শুরু হয়েছে।

প্রথম বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। দুবাইয়ের মাঠে ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ দেখতে হাজির ছিলেন চহল। তাঁর ঠিক পাশেই বসেছিলেন মহওয়াশ। পরে সমাজমাধ্যমে কিছু ছবিও দিয়েছিলেন মহওয়াশ। সেখানেও তাঁর পাশে ছিলেন চহল। ভারতের জয় উপভোগ করেছিলেন তাঁরা।

পরে অবশ্য সমাজমাধ্যমে তাঁদের সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মহওয়াশ। তিনি লেখেন, “নেটমাধ্যমে কিছু খবর ছড়িয়ে পড়েছে। এই সব গুজব দেখে হাসি পায়। বিপরীত লিঙ্গের কোনও মানুষের পাশে যদি আপনি বসে থাকেন, তার মানে কি তাঁর সঙ্গে আপনি প্রেম করছেন? তা হলে একসঙ্গে কত মানুষের সঙ্গে আপনি প্রেম করবেন? আমি দু’-তিন দিন চুপ ছিলাম। কিন্তু এ বার মুখ না খুলে পারলাম না।” চহলও জানিয়েছিলেন, এই ধরনের খবর না ছড়াতে। কিন্তু বার বার এই ধরনের খবরে দু’জনের সম্পর্কের গুঞ্জন বেড়েই চলেছে।

Advertisement
আরও পড়ুন