IPL 2025

আরসিবির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ কেকেআরের, রাহানেদের আশায় জল ঢালবে বেঙ্গালুরুর আকাশ?

আইপিএলের প্রথম ম্যাচে আরসিবির কাছে হেরেছিল কেকেআর। শনিবারের ম্যাচ নাইট শিবিরের কাছে তাই বদলার। একই সঙ্গে প্লে-অফের আশা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে অজিঙ্ক রাহানেদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৪:১৯
picture of Ajinkya Rahane

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতলে বিরাট কোহলিদের প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যাবে। অন্য দিকে, অজিঙ্ক রাহানের দলকে প্লে-অফের আশা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে। এমন পরিস্থিতিতে কেকেআর শিবিরের উদ্বেগ বৃদ্ধি করেছেন আবহবিদেরা।

Advertisement

আইপিএল শুরু হয়েছিল কেকেআর-আরসিবি ম্যাচ দিয়ে। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ হেরেছিল কেকেআর। শনিবারের ম্যাচ নাইট শিবিরের কাছে তাই বদলারও। কিন্তু পুরো খেলা কি হবে? আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সন্ধে ৭টায় টস হওয়ার কথা আরসিবি-কেকেআর ম্যাচের। খেলা শুরু হওয়ার কথা ৭.৩০ মিনিটে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৩৪ শতাংশ। সময় যত এগোবে, বৃষ্টির সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। রাত ৯টায় বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ এবং রাত ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। এর পর কিছুটা কমবে বৃষ্টির সম্ভাবনা। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী রাত ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। স্বাভাবিক ভাবেই চিন্তিত কেকেআর শিবির। খেলা না হলে গত বারের চ্যাম্পিয়নদের আর আশা থাকবে না।

পুরো ৪০ ওভার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভার করে দু’টি ইনিংস না হলে টি-টোয়েন্টি ম্যাচ হিসাবে গণ্য হয় না। আশায় রেখেছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিকাঠামো। দেশের অন্যতম সেরা নিকাশি ব্যবস্থা রয়েছে এই মাঠে। দ্রুত শুকিয়ে ফেলা যায় মাঠ। বৃষ্টি থামার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে খেলা শুরু করে দেওয়া যায়। তাই বৃষ্টি হলেও ফলাফল হওয়া অসম্ভব নয়।

Advertisement
আরও পড়ুন