IPL 2025

চার দিন ফোন বন্ধ রেখেছিল ১৪ বছরের বৈভব সূর্যবংশী, খুলে দেখে ৫০০ মিস্‌ড কল!

১৪ বছর বয়সেই আইপিএল খেলার সুযোগ পেয়েছে। একের পর এক ম্যাচে রানও করছে। শতরানও করেছে। যত রান করছে, তত জনপ্রিয়তা বাড়ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৮:০৪
Vaibhab Suryavanshi

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ইডেনে যখন রাজস্থান রয়্যালস খেলতে এসেছিল, বৈভব সূর্যবংশীকে অনুশীলনের শেষে স্টেডিয়াম থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য নিয়োগ করতে হয়েছিল এক সাপোর্ট স্টাফকে। বোঝা যাচ্ছিল বৈভবকে আড়াল করার প্রস্তুতি নিয়ে এসেছিল রাজস্থান।

Advertisement

এই প্রস্তুতির প্রায় পুরোটাই রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়ের হাত ধরে। নিলামে বৈভবকে নেওয়ার পর থেকে আগলে রেখেছেন তিনি। কারও কোনও নজর যেন না লাগে। সেই দ্রাবিড়ই মঙ্গলবার ম্যাচ শেষে কথা বলছিলেন বৈভবের সঙ্গে। তাকে জিজ্ঞেস করেন, এত প্রচার কী করে সামলাচ্ছে ১৪ বছরের বালক? বৈভব বলে, “আমার মোবাইলে ৫০০-এর বেশি মিস্‌ড কল ছিল। ফোন বন্ধ করে দিয়েছি। শতরানের পর অনেক মানুষ আমার প্রশংসা করেছেন। কিন্তু আমার সেটা পছন্দ নয়। দু’-চার দিন ফোন বন্ধ করে রেখেছিলাম। মানুষের ভিড়ে আমার থাকতে ইচ্ছা করে না। আমি শুধু পরিবার আর বন্ধুদের সঙ্গে থাকতে চাই।”

এ বারের আইপিএল থেকে বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু তাদের নিয়ে আগ্রহ একটুও কমেনি। নেপথ্যে, বৈভব। ১৪ বছর বয়সেই আইপিএল খেলার সুযোগ পেয়েছে। যত রান করছে, তত জনপ্রিয়তা বাড়ছে। ৭ ম্যাচে ২৫২ রান করেছে বৈভব। প্রতিযোগিতার শুরু থেকে খেলানো হয়নি তাকে। কিন্তু এক বার সুযোগ পাওয়ার পর আর বসতে হয়নি। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান করেছে সে। বিহারের বালককে নিয়ে আগ্রহ তুঙ্গে। ভারতের যে শহরে খেলতে যাচ্ছে বৈভব, সেখানেই তাকে দেখার ভিড়।

বৈভবকে আগামী আইপিএলের জন্য প্রস্তুত হওয়ার কথা এখন থেকেই বলে রেখেছেন দ্রাবিড়। ভারতের প্রাক্তন কোচ বলেছেন, পরের আইপিএলে কিন্তু বৈভবের জন্য সব দলের বোলারেরা তৈরি হয়ে আসবে। আগামী দিনে বৈভব নিজেকে কী ভাবে তৈরি করছে সেটাই দেখার।

মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেছে বৈভব। রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে যখন সে ফিরে যাচ্ছে, তখন দেখা যায় দ্রাবিড় হাততালি দিচ্ছেন। চেন্নাইয়ের অভিজ্ঞ স্পিনারদের বিরুদ্ধে যে ভাবে বৈভব হাত খুলে খেলেছে তা সত‍্যিই প্রশংসার যোগ্য। ধোনি খুব কাছ থেকেই সেই সব শট দেখেছেন। ১৪ বছরের কিশোরের প্রতিভা দেখেছেন তিনি।

ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মুখেও শোনা গিয়েছে বৈভবের কথা। বৈভবকে পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বক্রিকেটে সাফল্যের গুরুমন্ত্র দিয়েছেন। ধোনি বলেছেন, “ওর বয়স কম। বড় শট খেলতে পারে। সাফল্য পেলে প্রত্যাশা বাড়বে। তবে চাপ নিলে হবে না। দলের সিনিয়র এবং কোচিং স্টাফদের কাছ থেকে ওকে আরও শিখতে হবে। ম্যাচের গতিপ্রকৃতি বুঝতে হবে। যে সব তরুণ খেলোয়াড় ভাল খেলছে, তাদের এটাই বলব। এখনও অনেক কিছু শেখার আছে।” কলকাতায় এসে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পা ছোঁয়া বৈভব মঙ্গলবার ধোনির পা-ও ছুঁয়েছে।

Advertisement
আরও পড়ুন