Pakistan Cricket

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ বাবর-যুগ? বাংলাদেশের বিরুদ্ধে দলে নেই রিজ়ওয়ান, আফ্রিদিও

বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন সলমন আঘা। তাঁর সহকারী হিসাবে থাকবেন শাদাব খান। দলে জায়গা হয়নি বাবর, রিজ়ওয়ান এবং শাহিনের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৫:২৮
Shaheen Afridi, Mohammad Rizwan and Babar Azam

শাহিন আফ্রিদির সঙ্গে বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিকে বাদ দিয়ে দিল পাকিস্তান? নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলানো হয়নি বাবরদের। এ বার বাংলাদেশের বিরুদ্ধেও রাখা হল না তাঁদের। শাহিন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দলে থাকলেও তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে বাদ দেওয়া হয়েছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে এই তিন ক্রিকেটারের দল থেকে বাদ পড়া ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন সলমন আঘা। তাঁর সহকারী হিসাবে থাকবেন শাদাব খান। বাবর, রিজ়ওয়ান এবং শাহিন ছাড়াও দলে জায়গা হয়নি উসমান খান, মহম্মদ আব্বাস এবং সুফিয়ান মুকিমের।

সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। বাংলাদেশ সিরিজ়ের আগেই দলে যোগ দেবেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সুপার লিগের পারফরম্যান্স দেখে দল নির্বাচন করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সব ম্যাচ হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ রয়েছে। যদিও ভারত সেখানে খেলবে কি না তা নিয়ে জল্পনা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বারের এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা।

পাকিস্তান দল: সলমন আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জমন, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ়, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, মুহম্মদ ইরফান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক) এবং সৈয়ম আয়ুব।

Advertisement
আরও পড়ুন