Rajasthan Royals

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড রাজস্থান রয়্যালসের, নজির আইপিএলেও

বৈভব সূর্যবংশীর শতরানে জয়ে ফিরেছে রাজস্থান। আইপিএলে একটানা পাঁচটি ম্যাচে হারের পর আবার জিতেছে তারা। প্লে-অফের আশা বেঁচে রয়েছে তাদের। সোমবার রান তাড়া করতে গিয়ে দু’টি নজিরও গড়ে ফেলেছে রাজস্থান। সেগুলি কী কী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:০৪
cricket

বৈভব সূর্যবংশী (বাঁ দিকে) এবং যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।

বৈভব সূর্যবংশীর শতরানে জয়ে ফিরেছে রাজস্থান। আইপিএলে একটানা পাঁচটি ম্যাচে হারের পর আবার জিতেছে তারা। গুজরাত টাইটান্সকে আট উইকেটে হারিয়েছে। এখনও প্লে-অফের আশা বেঁচে রয়েছে তাদের। সোমবার রান তাড়া করতে গিয়ে দু’টি নজিরও গড়ে ফেলেছে রাজস্থান। সেগুলি কী কী?

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যুগ্ম ভাবে দ্রুততম দল হিসাবে ২০০-র বেশি রান তাড়া করে জিতেছে রাজস্থান। ১৫.৫ ওভারে জিতেছে তারা। এই কৃতিত্ব রয়েছে কেরলের। ২০২১ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১ রান তাড়া করে জিতেছিল তারা। হারিয়েছিল মুম্বইকে। তবে এ ক্ষেত্রে রাজস্থানের কৃতিত্ব একটু হলেও বেশি। কারণ তাদের ২১২ রান তাড়া করতে হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের কাউন্টি দল সারে। তারা ১৬ ওভারে ২২২ রান তাড়া করে হারিয়েছিল মিডলসেক্সকে।

এ ছাড়া, আইপিএলের ইতিহাসে দ্রুততম দল হিসাবে ২০০-র বেশি রান তাড়া করেছে রাজস্থান। তারা ভেঙে দিয়েছে বেঙ্গালুরুর রেকর্ড। ২০২৪ সালে বেঙ্গালুরু ১৬ ওভারে ২০৬ রান তুলে হারিয়েছিল এই গুজরাতকেই। তৃতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা ১৬.৩ ওভারে ২০০ রান তুলে হারিয়েছিল বেঙ্গালুরুকে।

উল্লেখ্য, ২০০-র বেশি রান তাড়া করে জেতার নিরিখে রাজস্থানের রান রেট দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে পঞ্জাব। গত বছর কেকেআরের বিরুদ্ধে রেকর্ড ২৬২ রান তাড়া করে জেতার সময় তাদের রান রেট ছিল ১৪.০৩। সোমবার রাজস্থানের রান রেট ছিল ১৩.৩৮।

Advertisement
আরও পড়ুন