Vaibhav Suryavanshi

বিজ্ঞাপনের বাজারে বৈভবকে নিয়ে টানাটানি, ১৪ বছরের ক্রিকেটারকে টাকার মোহ থেকে আগলে রাখছেন দ্রাবিড়

এজবাস্টন টেস্টের মাঝে বৈভব সূর্যবংশীর সঙ্গে কথা বলেছেন রবি শাস্ত্রী। কথা বলেছেন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সঙ্গকারার সঙ্গেও। জেনেছেন কিশোর ব্যাটারকে কী ভাবে আগলে রাখছেন রাহুল দ্রাবিড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৭:১০
Picture of Rahul Dravid and Vaibhav Suryavanshi

(বাঁ দিকে) রাহুল দ্রাবিড় এবং বৈভব সূর্যবংশী (ডান দিকে)। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামে ১ কোটি ১০ লাখ টাকায় রাজস্থান রয়্যালস কেনার পরই আলোচনায় উঠে এসেছিল বৈভব সূর্যবংশী। কিশোর ব্যাটারকে নিয়ে তৈরি হয়েছিল আগ্রহ। আইপিএলে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলার পর সেই আগ্রহ বেড়েছে। ব্যাট হাতে একের পর এক সাফল্যের সুবাদে ১৪ বছরের ব্যাটারকে নিয়ে শুরু হয়েছে টানাটানি। বেশ কিছু বহুজাতিক সংস্থা তাকে বিজ্ঞাপনের মুখ করতে চায়। একের পর এক প্রস্তাব আসছে। টাকার স্রোতে মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। তাই তাঁকে আগলে রাখছেন রাহুল দ্রাবিড়।

Advertisement

ভারতীয় দলের প্রাক্তন কোচের আগ্রহেই বৈভবকে দলে নিয়েছিলেন রাজস্থান কর্তৃপক্ষ। তার পর থেকেই দ্রাবিড়ের অধীনে রয়েছে বৈভব। বিহারের কিশোরকে ক্রিকেটার হিসাবে পরিণত করে তোলার দায়িত্ব নিয়েছে রাজস্থান। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছে বৈভব। ইংল্যান্ডের মাটিতেও একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। তার মধ্যে রয়েছে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসও।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন খেলা দেখতে এসেছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। গ্যালারিতে বলে শুভমন গিলের দ্বিশতরানের ইনিংস দেখেছে বৈভবও। সে দিন বৈভবের সঙ্গে কথা বলেন রবি শাস্ত্রী। কথা বলেন সহ-ধারাভাষ্যকার তথা রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সঙ্গকারার সঙ্গেও। পরে ধারাভাষ্য দেওয়ার সময় শাস্ত্রী বলেছেন, ‘‘বক্সের বাইরে সঙ্গকারার সঙ্গে কথা বলছিলাম। ও বলছিল, বৈভব এখনই বিজ্ঞাপনের প্রস্তাবে ভেসে যাচ্ছে। বিষয়টা ও কী ভাবে সামলাবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৈভবের ভাগ্য ভাল, পাশে দ্রাবিড়ের মতো এক জনকে পাচ্ছে। দ্রাবিড় অনেকটাই সামলে দিচ্ছে। এখন দ্রাবিড়ই ওর কোচ। ওর মেন্টর। মাঠে এবং বাইরে আগলে রাখছে। বৈভব অসাধারণ প্রতিভা। এখন ওকে একটু আগলে রাখাই দরকার।’’

দ্রাবিড়ের হাতে থাকায় বৈভবকে নিয়ে উদ্বিগ্ন নন শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচের বিশ্বাস, রাজস্থান কোচ সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যাবেন ছাত্রকে। ১৪ বছরের ব্যাটারের মাথা ঘুরতে দেবেন না।

Advertisement
আরও পড়ুন