RCB

আরসিবি-র নতুন ঘোষণা, পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দিচ্ছে কোহলির দল

গত ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ট্রফি জয়ের উৎসব করে আরসিবি। স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। ১১ জনের মৃত্যু হয়। তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করল আরসিবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১২:০১
Virat Kohli with IPL trophy at Chinnaswamy Stadium. Stampede outside the stadium.

(বাঁদিকে) গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ট্রফি নিয়ে বিরাট কোহলি। স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনা। —ফাইল চিত্র

বেঙ্গালুরুর আইপিএল ট্রফি জয়ের উৎসবে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করল আরসিবি। যে ১১জন ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, তাঁদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।

Advertisement

গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ট্রফি জয়ের উৎসব করে আরসিবি। কিন্তু স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। ১১ জনের মৃত্যু হয়।

এই ঘটনা নিয়ে এতদিন চুপ ছিল আরসিবি। প্রায় তিন মাস পর গত বৃহস্পতিবার তারা প্রথম মুখ খোলে। তার দু’দিন পর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে বিরাট কোহলির দল লিখেছে, ‘‘৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আমরা আরসিবি পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি। তাঁরা আমাদেরই অংশ ছিলেন। এঁরাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলেন। এঁদের না-থাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। এঁদের শূন্যস্থান কোনও কিছু দিয়ে ভরাট করা সম্ভব নয়। তবু প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে আরসিবি এঁদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিচ্ছে।’’

এর আগে গত বৃহস্পতিবার ‘আরসিবি কেয়ারস’ নামে একটি উদ্যোগের সূচনা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লিখেছিল, ‘‘এই নীরবতা অনুপস্থিতি নয়, শোকের জন্য ছিল। এই অ্যাকাউন্ট এক সময়ে আনন্দ, স্মৃতিতে এবং মুহূর্তে পরিপূর্ণ ছিল যা আপনারা সকলে উপভোগ করতেন। কিন্তু ৪ জুন সব বদলে দিয়েছে। ওই দিনটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। এই নীরবতা ছিল নিজেদের সামলে নেওয়ার। এই নীরবতার মধ্যে আমরা শোকপালন করেছি, শুনেছি, বুঝেছি। ধীরে ধীরে আমরা এমন কিছু গড়ে তুলেছি যা শুধু একটা প্রতিক্রিয়া নয়, যাকে আমরা সত্যিই বিশ্বাস করি। এ ভাবেই ‘আরসিবি কেয়ার্স’ জীবন পেয়েছে। সমর্থন সম্মান জানাতে এই প্রয়াস খুব দরকার ছিল। একটা মঞ্চ যা থাকবে শুধু আমাদের সমর্থকদের জন্য। আজ আমরা আবার ফিরলাম। উচ্ছ্বাস নয়, যত্ন নিয়ে। আপনাদের সঙ্গে ভাগ করে নিতে, পাশে দাঁড়াতে, একসঙ্গে এগিয়ে যেতে।”

Advertisement
আরও পড়ুন