Stampede Outside Chinnaswamy

ভিড় সামলানো যাবে না জানত পুলিশ, তবু অনুমতি দেওয়া হয়, বেঙ্গালুরুর পদপিষ্টকাণ্ডে নতুন রিপোর্ট প্রকাশ্যে

বেঙ্গালুরুর পদপিষ্টকাণ্ডে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বেঙ্গালুরু পুলিশকে সরাসরি দায়ী করা হল। বিচারবিভাগীয় কমিশনের তরফে এমন রিপোর্টই জমা পড়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৬:০৪
cricket

পদপিষ্টকাণ্ডের দিন এ রকই ছিল দৃশ্য। — ফাইল চিত্র।

বেঙ্গালুরুর পদপিষ্টকাণ্ডে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা (কেএসসিএ), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং বেঙ্গালুরু পুলিশকে সরাসরি দায়ী করা হল। বিচারবিভাগীয় কমিশনের তরফে এমন রিপোর্টই জমা পড়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে।

Advertisement

সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতি জন মাইকেল ডি’কুনহার তদন্ত কমিশন খুঁজে পেয়েছে যে, ভিড় সামলানো যাবে না জেনেও এই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সব পক্ষের দায়িত্বজ্ঞানহীনতা এবং কর্তব্যে গাফিলতি খুঁজে পাওয়া গিয়েছে।

ডি’কুনহা কমিশনকে এক মাস সময় দেওয়া হয়েছিল এই ঘটনার তদন্ত করার জন্য। তদন্ত প্রক্রিয়া চলাকালীন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, একাধিক লোকের বক্তব্য শোনেন এবং সাক্ষী, পুলিশ অফিসার, কেএসসিএ কর্তা এবং সরকারি প্রতিনিধিদের বয়ান রেকর্ড করেন।

প্যানেল জানিয়েছে, নিরাপত্তার যথেষ্ট অভাব ছিল। স্টেডিয়ামের ভেতরে মাত্র ৭৯ জন পুলিশ ছিলেন। বাইরে কেউ ছিলেন না। আশেপাশে ছিল না কোনও অ্যাম্বুল্যান্স।

পুলিশকর্তারাও সময় মতো কাজ শুরু করেননি। পুলিশের যুগ্ম কমিশনার ঘটনাস্থলে আসেন বিকেল ৪টেয়, যেখানে দুপুর ৩.৩০টেতেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা শুরু হয়ে গিয়েছিল। পুলিশ কমিশনারকে বিকেল ৫.৩০-এর আগে ঘটনার ব্যাপারে জানানোই হয়নি।

শুক্রবার সিদ্দারামাইয়ার কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ১৭ জুলাই সেটি রাজ্য মন্ত্রিসভায় জমা দেওয়া হবে। তদন্তে আর কী উঠে এসেছে তা অবশ্য জানানো হয়নি।

Advertisement
আরও পড়ুন